পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকম আর্থিক সহায়তা দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। বিশেষ করে ছাত্রীদের জন্য কন্যাশ্রী প্রকল্প দেশে-বিদেশে সমাদৃত হয়েছে। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার এক ছাত্রী এই কন্যাশ্রী প্রকল্পের অনুদান থেকে বঞ্চিত। অভিযোগ ঘটেছে সম্পূর্ণ স্কুলের ভুলে।
advertisement
স্কুলের ভুলে কন্যাশ্রী প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় আলোচনা শুরু হয়েছে এগরায় জুড়ে। বর্তমানে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে পরিবারের লোকেরা। স্কুলের প্রধান শিক্ষক তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, ‘কম্পিউটারে নাম এন্ট্রি করতে গিয়ে স্কুলের ক্লার্ক এই ভুল করে ফেলেছেন। যদিও এটা অনিচ্ছাকৃত ভুল। পরে স্কুলের পক্ষ থেকে চিঠি দিয়ে পুনরায় কন্যাশ্রীর জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু আর করা সম্ভব হচ্ছে না।’ আপাতত আদালত কী রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে ছাত্রীর পরিবার।