Pahalgam Terror Attack: তেষ্টায় শুকিয়ে যাবে পাকিস্তান! সিন্ধুর একফোঁটা জল পাবে না, জলবণ্টন চুক্তি বাতিল হওয়ায় জানেন কী কী হবে?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই চুক্তি অনুযায়ী, সিন্ধুর পূর্বাঞ্চলীয় উপনদীগুলি ভারতকে এবং পশ্চিমাঞ্চলীয় নদীগুলির জল পাকিস্তানকে বরাদ্দ করা হয়। পাকিস্তান তার জলের চাহিদার জন্য এই নদীগুলির উপর ভীষণভাবে নির্ভরশীল।
বিশ্বের অন্যতম সফল জল বণ্টন চুক্তি৷ গত মঙ্গলবারের কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সিন্ধু জলবণ্টন চুক্তি (IWT) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার৷ ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি৷ মধ্যস্থতা করেছিল বিশ্বব্যাঙ্ক৷ এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ও তার ৫টি উপনদীর জল দুই দেশের মধ্যে ভাগ করা হয়৷
advertisement
advertisement
advertisement
এই চুক্তি বাতিল হলে পাকিস্তানের উপরে কী প্রভাব পড়বে, আসুন বিশদে জেনে নিই৷ ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখায় পাকিস্তানে তীব্র জলের সংকট তৈরি হতে পারে। সিন্ধু এবং এর উপনদীগুলি (বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু) থেকে প্রায় ৮০% জলের উপরে পাকিস্তানের কৃষি, অর্থনীতি এবং কিছু ক্ষেত্রে শিল্পক্ষেত্র নির্ভরশীল।
advertisement
advertisement
advertisement
advertisement