রাম মন্দির উদ্বোধন লাইভ । Ram Mandir Inauguration LIVE Updates
আরও পড়ুন: হারিয়ে যাওয়া তরজা গানের আসর দক্ষিণ বারাসতে
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশজুড়ে সাজ সাজ রব। সোমবার মন্দিরের গর্ভগৃহের প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অবশ্য তার আগে থেকেই রামমন্দিরে পুজোপাঠ শুরু হয়ে গিয়েছে। গোটা রামমন্দির চত্বর বাহারি ফুল দিয়ে সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, মন্দির সাজানোর কাজে ব্যবহার হবে মূলত চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুল। এই ফুলের একটি বড় অংশের জোগান দিচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা। দিল্লির ব্যবসায়ীরা এজেন্টের মাধ্যমে এই জেলা থেকে সরাসরি ফুল কিনছেন। ফলে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে বাজারে বেড়েছে ফুলের দাম। খুশি ফুল চাষিরা।
advertisement
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ও কোলাঘাটে প্রায় ৩০ রকমের ফুলের চাষ হয়। গুণগত মানের কারণে দেশে-বিদেশে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা এবং গাঁদার যথেষ্ট কদর রয়েছে। গাঁদার পাশাপাশি রাম মন্দিরে সাজানোর কাজে পাঁশকুড়ার চন্দ্রমল্লিকা ফুল গিয়েছে বহু পরিমাণ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
রাম মন্দির উদ্বোধন ঘিরে ফুলের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক বলেন, রাম মন্দির উদ্বোধন ঘিরে জেলা থেকে বহু ফুল গিয়েছে অযোধ্যায়। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর আহ্বানে রাজ্য ও দেশজুড়ে বহু মন্দির সাজিয়ে তোলার কাজ হচ্ছে। তাই বাজারে ফুলের চাহিদা রয়েছে। ফুলের ভাল দাম থাকায় খুশি চাষিরা।
সৈকত শী





