কারখানার ম্যানেজমেন্ট বাড়িয়েছে টার্গেট। কিন্তু টার্গেট বাড়ান হলেও বাড়ান হয়নি বেতন। এর পাশাপাশি দৈনন্দিন কাজ করতে এলেও শ্রমিকেরা নিশ্চিত নয় পরের দিন কাজ থাকবে কিনা! সব মিলিয়ে জটিলতার পরিস্থিতি দিন দিন তৈরি হচ্ছে বলে অভিযোগ কারখানার শ্রমিকদের। তাই সঠিক বেতন ও কাজের নিরাপত্তার দাবিতে কারখানার গেটে এক হাজারেরও বেশি শ্রমিকেরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাল। সঠিক বেতন ও কাজের নিরাপত্তা নিয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেও সুরাহা মেলেনি। মৌখিকভাবে ম্যানেজমেন্ট এক সপ্তাহ সময় চাইলেও তা দিতে রাজি নয় শ্রমিক পক্ষ।
advertisement
আরও পড়ুন: ২০ শতাংশ বোনাস! পুজোয় বড় ঘোষণার মাঝেই এবার নয়া দাবি চা শ্রমিকদের, জানুন
বিক্ষোভে অংশ নেওয়া সুরজিৎ দাস নামে এক শ্রমিক জানান, ‘দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে বাড়তি টার্গেট শ্রমিকদের ওপর চাপিয়ে দিচ্ছেন। এতে চরম অসন্তোষ তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি, পুরনো টার্গেট বহাল রাখতে হবে এবং দ্রুত বেতন বৃদ্ধি করতে হবে। নাহলে আন্দোলন আরও জোরদার হবে।’ কাজের চাপ বাড়ান ও বেতন বৃদ্ধি না হওয়ার অভিযোগে উত্তপ্ত হল হলদিয়া এক্সাইড কোম্পানির ক্লোরাইড মেটালিকস। সকাল থেকে কারখানার গেটের সামনে কয়েকশ শ্রমিক অবস্থান বিক্ষোভে সামিল হন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারখানার শ্রমিকদের আরও দাবি, দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলেও কারখানার তরফ থেকে কোনও সুবিধা মেলেনি। কাজের কোনও নিশ্চয়তা মেলেনি। কোনও ধরনের বেতন সংক্রান্ত চুক্তি হয় না। দিন দিন কারখানার কর্তৃপক্ষ কাজের চাপ বাড়িয়ে চলছে। কারখানা কর্তৃপক্ষের দিনের পর দিন দুর্ব্যবহার বিরুদ্ধেই বিক্ষোভ শুরু করে। এমনকি কারখানার উৎপাদন বন্ধ রেখে শ্রমিকেরা কারখানার বাইরে বিক্ষোভে হবে সামিল হয়। আইএনটিটিইউসি-র কোর কমিটি পুরো ঘটনার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।