২০ শতাংশ বোনাস! পুজোয় বড় ঘোষণার মাঝেই এবার নয়া দাবি চা শ্রমিকদের, জানুন

Last Updated:
চা বাগানের শ্রমিকদের জন্য ২০%  বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার। এবারে বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০ শতাংশ বোনাস দেওয়ার দাবি উঠছে। শ্রম দফতরের কাছে এই দাবি রেখেছে শ্রমিকরা।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে : চা বাগানের শ্রমিকদের জন্য ২০% বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার। এবারে বন্ধ চা বাগানের শ্রমিকদেরও কুড়ি শতাংশ বোনাস দেওয়ার দাবি উঠছে। শ্রম দফতরের কাছে এই দাবি রেখেছে শ্রমিকরা।
<strong>আলিপুরদুয়ার, অনন্যা দে</strong>: চা বাগানের শ্রমিকদের জন্য ২০% বোনাস ঘোষণা করছে রাজ্য সরকার। এবারে বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০ শতাংশ বোনাস দেওয়ার দাবি উঠছে। শ্রম দফতরের কাছে এই দাবি রেখেছে শ্রমিকরা।
advertisement
2/5
উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানের শ্রমিকদের ২০% হারে বোনাস প্রদান করার দাবি প্রথম থেকেই জানিয়ে আসছিল শ্রম সংগঠনগুলি। উত্তরবঙ্গের সমস্ত খোলা এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০% পুজো বোনাস দিতে হবে বলে এবারের দাবি। সম্প্রতি তরাই ডুয়ার্সের প্রতিটি চা বাগানের শ্রমিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিল বিটিডাব্লুইউ-র শ্রমিক সংগঠন।
উত্তরবঙ্গের প্রতিটি চা বাগানের শ্রমিকদের ২০% হারে বোনাস প্রদান করার দাবি প্রথম থেকেই জানিয়ে আসছিল শ্রম সংগঠনগুলি। উত্তরবঙ্গের সমস্ত খোলা এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০% পুজো বোনাস দিতে হবে বলে এবারের দাবি। সম্প্রতি তরাই ডুয়ার্সের প্রতিটি চা বাগানের শ্রমিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেছিল বিটিডাব্লুইউ-র শ্রমিক সংগঠন।
advertisement
3/5
গত ২২ অগাস্ট শ্রম দফতর একটি আ্যডভাইজারি বের করা হয়।সেখানে বলা হয়েছে প্রতিটি চা বাগানকে ২০% বোনাস দেওয়া হবে। তবে শুধু সচল রয়েছে এমন চা বাগানগুলি পাবে এই সুবিধা।
গত ২২ অগাস্ট শ্রম দফতর একটি আ্যডভাইজারি বের করা হয়। সেখানে বলা হয়েছে প্রতিটি চা বাগানকে ২০% বোনাস দেওয়া হবে। তবে শুধু সচল রয়েছে এমন চা বাগানগুলি পাবে এই সুবিধা।
advertisement
4/5
এই বিষয়ে বিটিডাব্লুইউ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মনোজ টিগ্গা জানান,
এই বিষয়ে বিটিডাব্লুইউ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মনোজ টিগ্গা জানান, " আমরা আগে থেকেই দাবি করে আসছি ২০% বোনাস দেওয়া হোক। এমনকি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও ২০% বোনাস দেওয়ার দাবি জানাচ্ছি। কেননা বন্ধ চা বাগানের শ্রমিকদের শ্রম দফতর থেকে ১৫০০ টাকা করে প্রতিমাসে ফাউলাই ভাতা প্রদান করা হয়।"
advertisement
5/5
শ্রমিকদের কথায় প্রতিবছর লক্ষ্য করা যায় কয়েকটি রুগ্ন চা বাগানে ছাড় দেওয়া হয় সেখানকার শ্রমিকদের কম বোনাস দেওয়া হয়। কিন্ত এবছর তা মানবেন না শ্রমিকরা।
শ্রমিকদের কথায় প্রতিবছর লক্ষ্য করা যায় কয়েকটি রুগ্ন চা বাগানে ছাড় দেওয়া হয়, সেখানকার শ্রমিকদের কম বোনাস দেওয়া হয়। কিন্ত এবছর তা মানবেন না শ্রমিকরা।
advertisement
advertisement
advertisement