জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুরের এগরার এক ব্যক্তির বাড়িতে ডাকাতির জন্য জড়ো হয়েছিল ডাকাত দল। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁয়ের নেতৃত্বে এস আই সৌরভ গরাই ও এস আই বুদ্ধদেব মান্না সহ বিশাল পুলিশ বাহিনী বড় অভিযান চালায়।
আরও পড়ুনঃ পুরুলিয়াবাসীর দুর্ভোগের দিন শেষ! বৈদ্যুতিক চুল্লির সমস্যা নিয়ে এবার বড় আশ্বাস পুরসভার
advertisement
এগরা ২ নং ব্লকের দেশবন্ধু অঞ্চল থেকে ঢিল ছোড়া দূরত্বের কেউটগেড়্যা এলাকা থেকে ৫ জনের একটি ডাকাত দলকে গ্রেফতার করে এগরা থানার পুলিশ। ধৃতদের থেকে দু’টি বাইক, একটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি, একটি ছুরি, এছাড়া আরও কিছু অন্যান্য অস্ত্র সহ দু’টি মোবাইল উদ্ধার হয়েছে।
জানা গিয়েছে, ধৃতদের বাড়ি ভগবানপুর ও খেজুরি এলাকায়। তাঁদের আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। সব মিলিয়ে, এগরা থানার পুলিশের এই অভিযানে এলাকায় বড়সড় ডাকাতি রোখা গিয়েছে। দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে ফের বড় সাফল্য পেয়েছেন তাঁরা।
