TRENDING:

Digha Jagannath Temple: জগন্নাথ মন্দির কতকিছু বদলে দিল দিঘায়! ছুটে আসছেন ভিন রাজ্যের শিল্পীরাও, খুঁজে পাচ্ছেন নতুন নতুন আয়ের দিশা

Last Updated:

East Medinipur Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির দিঘায় পর্যটক সংখ্যা বাড়ার পাশাপাশি আয় বাড়াচ্ছে ভিন্ন রাজ্যের শিল্পীদেরও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতি: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে শুধু দিঘার অর্থনীতিই বদলায়নি, বদলাচ্ছে কর্মসংস্থানের ছবিও। মন্দিরকে কেন্দ্র করে যেমন পর্যটকদের ভিড় বাড়ছে, তেমনই দিঘা ও পার্শ্ববর্তী এলাকায় তৈরি হচ্ছে নতুন নতুন আয়ের সুযোগ। সেই সুযোগ ধরেই ভিনরাজ্য থেকেও বহু শিল্পী দিঘায় এসে রুজি রোজগার শুরু করেছেন। তাদের মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছেন রাজস্থানের যুবক সোহনলাল রাঠোর। সোহনলালের হাতে যেন জাদু রয়েছে। তার হাতের ছোঁয়া মাত্রই তৈরি হয়ে হচ্ছে নানা রকম মনকাড়া মূর্তি। দিঘা-এগরা রাস্তার ধারে বসেই তিনি প্রতিদিন তৈরি করছেন রাধা-কৃষ্ণ থেকে জগন্নাথ দেব নানা দেবদেবীর মূর্তি।
advertisement

পর্যটকরা দিঘা ঘুরে ফেরার সময় তার পসরা দেখে থমকে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই আকৃষ্ট হচ্ছেন সোহনলালের তৈরি মূর্তির দেখে। অনেকেই ছবি তোলার পর কিনে নিচ্ছেন নিজের পছন্দের মূর্তি। শুধু হাতে তৈরি বলেই নয়, তার মূর্তির সূক্ষ্ম কারুকাজ ও উজ্জ্বল রং যে কোনও শিল্পপ্রেমীকে মুগ্ধ করবেই। সোহনলালের সঙ্গে রয়েছে আরও ১০–১২ জন শিল্পীর একটি দল, যারা রাজস্থানের ঐতিহ্যবাহী শিল্পকর্ম দিঘার পর্যটকদের সামনে তুলে ধরছেন।

advertisement

আরও পড়ুন: ট্রলি ভাড়া করে মুম্বই বিখ্যাত খাবারের ব্যবসা! সন্ধে হলেই লুফে নেন ক্রেতারা, মেদিনীপুরের যুবকের সফলতার গল্প চমকপ্রদ

View More

পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুদিতে দিঘার রাস্তায় এই মূর্তি বানিয়ে চলেছেন সোহনলাল। সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে মূর্তি বিক্রি। সোহনলালের কথায়, “দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আমাদের মূর্তি বিক্রি অনেক বেড়ে গেছে। আগে এমন ভিড় হত না। এখন প্রতিদিন অনেক পর্যটক আসে, দেখে, পছন্দ করে, কেনে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সঠিক স্টেশনে দাঁড়ায়নি দূরপাল্লার ট্রেন! হাওড়ায় রেললাইন ধরে হাঁটা দিলেন কয়েকশো যাত্রী
আরও দেখুন

জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে অনেক পর্যটক সোহনলালের দোকান থেকে কোনও না কোনও মূর্তি কিনেই ফিরছেন। দামও সকলের নাগালের মধ্যে। মাত্র ১০০ টাকা থেকে শুরু করে ১,২০০ টাকা পর্যন্ত বিভিন্ন আকারের চোখ ধাঁধান মূর্তি রয়েছে। রাধা-কৃষ্ণ, জগন্নাথ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী—সব ধরনের দেবদেবীর মূর্তি পাচ্ছেন পর্যটকরা। ফলে উৎসবের মরসুম হোক বা সাধারণ ছুটির দিন, সোহনলালের ছোট দোকানকে ঘিরে তৈরি হচ্ছে জমজমাট পরিবেশ। দিঘায় পর্যটন বাড়ার সঙ্গে সঙ্গে ভিনরাজ্যের শিল্পীদেরও নতুন জীবনযাত্রার পথ খুলে দিচ্ছে জগন্নাথ মন্দির।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: জগন্নাথ মন্দির কতকিছু বদলে দিল দিঘায়! ছুটে আসছেন ভিন রাজ্যের শিল্পীরাও, খুঁজে পাচ্ছেন নতুন নতুন আয়ের দিশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল