শীশ মহলের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রাজস্থানের রাজপ্রাসাদের জৌলুস, কাঁচে মোড়া দেওয়াল, অভিনব আলোকছটা ও রাজকীয় পরিবেশ। কাঁথির এই মণ্ডপেও সেই সৌন্দর্যের প্রতিফলন ঘটেছে। মণ্ডপ তৈরিতে পাঁচ রঙের কাঁচ ব্যবহার করা হয়েছে। প্রতিটি কাঁচের টুকরো জোড়া লাগিয়ে দেওয়াল ও ছাদ সাজানো হয়েছে। আলো পড়লেই ঝলমল করে ওঠে পুরো মণ্ডপ। রঙিন কাঁচের পাশাপাশি ব্যবহৃত হয়েছে মনোরম আলোকসজ্জা। ফলে দূর থেকেই এই মণ্ডপের আলোকজ্জ্বল রূপ চোখ টানছে। দর্শনার্থীরা বলছেন, মণ্ডপে প্রবেশ করলেই মনে হচ্ছে যেন সত্যিই রাজস্থানের শীশ মহলের ভিতরে এসে দাঁড়িয়েছেন।
advertisement
এই বছর প্রতিমাসজ্জাতেও বিশেষ নজর রাখা হয়েছে। শিল্পীর দক্ষ হাতে তৈরি দেবীমূর্তি মণ্ডপের ঐশ্বর্যের সঙ্গে অনন্যভাবে মানিয়ে গিয়েছে। শাড়ির রঙের ব্যবহার থেকে শুরু করে গয়নার কারুকাজ- সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া। দর্শনার্থীরা মণ্ডপের সঙ্গে দেবীর অপরূপ রূপও সমানভাবে উপভোগ করছেন।
রাজস্থানের শীশ মহলের অন্যতম বৈশিষ্ট্য হল অল্প আলোতেই পুরো প্রাসাদ আলোকিত হয়ে ওঠে। একটি মোমবাতির আলো প্রতিফলিত হয়ে হাজারও কাঁচের টুকরোয় ছড়িয়ে পড়ে, সৃষ্টি করে অপূর্ব দৃশ্য। কাঁথির ইউথ গিল্ড ক্লাবের উদ্যোক্তারা সেই বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তাঁরা জানান, ‘‘আমরা চাইছিলাম দর্শকরা যেন রাজস্থানের রাজপ্রাসাদের ভিতরে গিয়ে দাঁড়ানোর অনুভূতি পান। তাই কাঁচের ব্যবহার ও আলোকসজ্জায় বিশেষ যত্ন নিয়েছি।’’
এবারের পুজোয় আবহাওয়া বারবার ভ্রুকুটি দেখালেও বৃষ্টি আটকাতে পারেনি দর্শনার্থীদের। মণ্ডপের ভিতরে প্রবেশ করতে উপকূলীয় এলাকা থেকে আসা মানুষের ভিড় জমছে। বিশেষত সন্ধ্যা নামলেই দর্শনার্থীর ঢল আরও বাড়ছে। মণ্ডপের প্রতিটি কোণে দর্শকরা ছবি তুলছেন, ভিডিও করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উপকূলীয় শহর কাঁথির ইউথ গিল্ড ক্লাবের দুর্গোৎসব এই বছরও মানুষের মনে আলাদা ছাপ ফেলেছে। রঙিন কাঁচে মোড়া মণ্ডপে আলোর খেলা, রাজকীয় পরিবেশ ও শিল্পীর হাতে গড়া অনন্য প্রতিমা- সব মিলিয়ে তাঁরা দর্শনার্থীদের রাজস্থানের শীশ মহলের এক অপূর্ব ঝলক উপহার দিয়েছেন।