এই মেলায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্বাস্থ্যপরীক্ষা ও ওষুধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের তালপুকুর ফুটবল ময়দানে শুরু হয়েছে আয়ুষ মেলা। মূলত আয়ুর্বেদ, যোগ ও ন্যাচারোপ্যাথি, ইউনানি, সিদ্ধা এবং হোমিওপ্যাথি নিয়েই এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে।
advertisement
তিন দিনের এই মেলায় থাকছে বিনামূল্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্বাস্থ্যপরীক্ষা এবং ওষুধ প্রদান। এছাড়াও যোগ, প্রাণায়াম প্রদর্শন এবং প্রশিক্ষণ প্রদান কর্মসূচি। রয়েছে বিনামূল্যে ওষধি গাছ বিতরণ। ছাত্রীদের জন্য আয়ুষ সম্বন্ধে জানানোর জন্য একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমান প্রজন্মকে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে আলোচনার ব্যবস্থা করা হয়েছে।
এই মেলা নিয়ে জেলা স্বাস্থ্য অফিসার আয়ুষ, প্রকাশ হাজরা বলেন, ‘আধুনিক চিকিৎসার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আয়ুষ চিকিৎসা পদ্ধতির প্রচারের জন্যই এই বিশেষ উদ্যোগ। এই ধরনের মেলার মাধ্যমে সাধারণ মানুষ এই আয়ুষ সম্বন্ধে জানতে পারেন এবং এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন, তার জন্য সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। সে ক্ষেত্রে আয়ুষ চিকিৎসা পদ্ধতিতে অনেক কঠিন রোগ সহজেই ঠিক করা সম্ভব। মেলায় বর্তমান প্রজন্মকে আয়ুষ সম্পর্কে অবগত করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন অসুখের জন্য মেলা থেকে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা শাস্ত্রকে নতুনভাবে প্রমোট করছে। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি, যোগ-সহ নানান ধরনের চিকিৎসা পদ্ধতি একসময় ভারতবর্ষে প্রচলিত ছিল। ভারতবর্ষের প্রাচীন চিকিৎসা শাস্ত্র শুধু ভারতবর্ষে না সারা বিশ্বে সমাদৃত ছিল। কিন্তু পরবর্তী সময়ে এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা সারা বিশ্বের ছড়িয়ে পড়ে। বর্তমান কেন্দ্র সরকার নতুনভাবে প্রাচীন ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে বিকল্প স্বাস্থ্য ব্যবস্থা হিসাবে তুলে ধরতে প্রয়াস শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে দেশ জুড়ে চলছে কর্মকাণ্ড। পূর্ব মেদিনীপুরে জেলা স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগের উদ্যেগে হচ্ছে আয়ুষ মেলা।





