এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক সম্মেলন করে বলেন, ”আমরা পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে একটা প্রজেক্ট শুরু করছি, যার নাম ‘অপরাজিতা’। অর্থাৎ ‘আন ডিফিটেড’। এখানে যে কোনও বয়সের মেয়ে বা মহিলা যদি সেলফ ডিফেন্স ট্রেনিং নিতে চান, তো আমরা দুটদিনের পকেট সাইজ মডিউল করেছি। ৭ এবং ৮ তারিখ শনিবার সন্ধ্যা এবং রবিবার সকালে কিছু ক্লাস হবে। কলকাতা থেকে ট্রেনার এবং তাঁর টিম আসছে। এখানে ক্যাম্পে শেখানো হবে, ইজরাইলি সেলফ ডিফেন্স টেকনিক। এটি খুবই কার্যকরী সেলফ ডিফেন্স টেকনিক।”
advertisement
মহিলাদের এই সেলফ ডিফেন্স প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের কোনও বয়সসীমা থাকছে না। শারীরিক ভাবে সক্ষম হলেই তাঁরা অংশ নিতে পারবেন এই শিবিরে। আরও জানা গিয়েছে, এই শিবিরে ‘ক্রাভ মাগা’ নামক এক বিশেষ ইজরায়েলি আত্মরক্ষা টেকনিক শেখানো হবে। এই বিশেষ ধরনের আত্নরক্ষার কৌশল শেখানোর জন্য কলকাতা থেকে একজন বিশেষজ্ঞ এবং তাঁর টিম আসবেন। এই শিবিরে অংশগ্রহণের জন্য পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে একটি অনলাইন লিঙ্ক শেয়ার করা হয়েছিল। যে লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অংশগ্রহণকারীরা এই শিবিরে যুক্ত হয়েছেন। আরও জানা গিয়েছে প্রায় ১৩৮ জন নিজেদের নাম নথিভুক্ত করেছিল এই অপরাজিতা শিবিরে অংশ নেওয়ার জন্য। যাদের মধ্যে ১০০ জন এইদিনের শিবিরে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। আবেদনকারীদের প্রত্যেকের সঙ্গে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে ফোনে যোগাযোগ করা হয়েছে বলেও জানা গিয়েছে।
এছাড়াও পুলিশ সুপার আমনদীপ জানান, ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, তাহলে তাঁরা এই ধরনের কর্মসূচি আবারও গ্রহণ করবেন। আগামী কয়েক মাসের মধ্যে এই সংক্রান্ত রিফ্রেশার কোর্সেরও ব্যবস্থা করবেন। তাঁদের মতে, এই ‘অপরাজিতা’ তাদের একটি পাইলট তথা ফ্লাগশিপ প্রজেক্ট। যা আগামীতে নারী ক্ষমতায়নে অবদান রাখবে বলেও আশাবাদী তাঁরা।
বনোয়ারীলাল চৌধুরী