পূর্ব বর্ধমানের সেহারাবাজার এলাকায় আলু, পেঁয়াজ, আদা, রসুনের পাইকারী ব্যবসা রয়েছে মিনহাজউদ্দিন চৌধুরীর। অভিনব কায়দায় দোকান সাজিয়ে সকলের নজর কেড়েছেন। এলইডি লাইট বা ফুল দিয়ে নয়, বরং নিজের ব্যবসার জিনিস দিয়েই দোকান সাজিয়েছেন তিনি। প্রায় ৩০০ কেজি পেঁয়াজ, কিলো খানেক রসুন দিয়ে নিজস্ব বুদ্ধিমত্তায় তিনি ও তাঁর দোকানের কর্মীরা মিলে দোকানের ‘ভোলবদল’ করেছেন। এই কাজ করতে সময় লেগেছে প্রায় ১০ দিন।
advertisement
ব্যবসায়ী বলেন, আমার আলু, পেঁয়াজের পাইকারী ব্যবসা। দোকান এই ভাবে সাজানোর কারণ এটা একটা আকর্ষণ। দোকানে এখন অনেক লোক আসছে, সাজানোটা দেখছে। মূলত শখ করেই এই ভাবে সাজানো। আগে যা বিক্রি হত তার থেকে এখন দ্বিগুণ বিক্রি হয়। প্রায় ৬ বস্তা অর্থাৎ ৩০০ কেজি পেঁয়াজ দিয়ে সাজানো হয়েছে এবং প্রায় ১০ দিন সময় লেগেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অভিনব এই ডেকোরেশন দেখে অবাক ক্রেতারাও। তাঁরাও এই দোকান সাজানো দেখতে আসছেন। ক্রেতারা বলেন, একদিকে যেমন এভাবে দোকান সাজানোয় দোকানের আকর্ষণ আরও বেড়েছে, তেমনই আমাদেরও সুবিধা হচ্ছে। আমরাও বুঝতে পারছি দোকানে কী ধরনের জিনিস আছে এবং আমাদের কোন ধরনের জিনিস লাগবে। ৩০০ কেজি পেঁয়াজ এখন বাজারে সেরা মার্কেটিং টুল হিসেবে নজর কাড়ছে সকলের। অল্প খরচে, নিজস্ব উদ্ভাবনী বুদ্ধির জোরে নিজের ব্যবসা বাড়িয়ে তুলেছেন পূর্ব বর্ধমানের এই ব্যবসায়ী।





