Weather Alert For Temperature Drop : উত্তরদিক থেকে হু হু করে ঢুকছে হাওয়া, হঠাৎই ঝপ করে নামল তাপমাত্রা, শীত কতদিনের, হাওয়া অফিসের আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Weather Alert For Temperature Drop : এক ঝটকায় পারদ পতন দক্ষিণবঙ্গে, কেমন থাকছে পুরুলিয়া! শীতের প্রভাব বাড়ছে সর্বত্র, হাড় কাঁপান শীতের দাপট!
advertisement
1/6

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শীতের আমেজ বাড়ছে দক্ষিণের জেলা গুলিতে। জাঁকিয়ে শীত পড়েছে সর্বত্র। ধীরে, ধীরে তাপমাত্রার পারদ পতন হচ্ছে। শীত বাড়বে দক্ষিণে।
advertisement
2/6
দক্ষিণের অন্যান্য জেলাগুলির পাশাপাশি জেলা পুরুলিয়াতে শীতের দাপট বাড়ছে। তীব্র শীতের প্রভাব দেখা দিয়েছে জেলায়। এক ঝটকা নিম্নমুখী তাপমাত্রার পারদ।কন কনে শীতের অনুভূতি হচ্ছে গোটা জেলাতেই।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
3/6
এইদিন জেলা পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ডিগ্রি ২৬ সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। শীতের প্রভাব আরও বাড়বে পুরুলিয়ায় এমনটাই পূর্বাভাস মিলেছে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
4/6
দক্ষিণের সব জেলাতেই তাপমাত্রার পারদ পতন হচ্ছে। শীতের প্রভাব বাড়ার পাশাপাশি বাড়ছে কুয়াশার দাপট। দক্ষিণ ২৪ পরগনা , উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে বাড়বে কুয়াশার দাপট।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
5/6
উত্তরের জেলাগুলিতে প্রবল শীতের প্রভাব থাকবে। দার্জিলিং ও কালিম্পং–এর মতো পার্বত্য এলাকাতে শীতের কামড় চওড়া হবে। সকালে বহু এলাকায় ঘন কুয়াশা দেখা যাবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। হাড় কাঁপানো শীতের প্রভাব থাকবে উত্তরে।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়ে খেল দেখাবে কুয়াশা। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে দক্ষিণে। উপকূলের দিকের জেলাগুলিতে কুয়াশার প্রভাব বেশি থাকার সম্ভাবনা। শীতের দাপটে কাবু হবে জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Alert For Temperature Drop : উত্তরদিক থেকে হু হু করে ঢুকছে হাওয়া, হঠাৎই ঝপ করে নামল তাপমাত্রা, শীত কতদিনের, হাওয়া অফিসের আপডেট