East Bardhaman News: বর্ধমানের রাস্তায় ধুন্ধুমার অভিযান! ফিল্মি কায়দায় চারচাকা গাড়ি ধাওয়া পুলিশের, ৮৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২

Last Updated:

East Bardhaman News: গোপন সূত্রে খবর পেয়ে নাদনঘাট থানা এলাকা থেকে নাদনঘাট থানার পুলিশ একটি ছোট চারচাকা গাড়িকে ধাওয়া করতে শুরু করে। এরপর হুগলির দিকে যাওয়া গাড়িটি হঠাৎ উল্টোদিকে ঘুরে পারুলিয়ার দিকে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে পূর্বস্থলী থানায় খবর দেওয়া হয়।

পূর্বস্থলী থানা
পূর্বস্থলী থানা
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ নাদনঘাট থানা ও পূর্বস্থলী থানা পুলিশের যৌথ উদ্যোগে বড় সাফল্য। একটি গাড়িকে তাড়া করে ধরে প্রায় ৮৩ কেজি গাঁজা সমেত দু’জনকে গ্রেফতার করল পূর্বস্থলী পুলিশ। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে নাদনঘাট থানা এলাকা থেকে নাদনঘাট থানার পুলিশ একটি ছোট চারচাকা গাড়িকে ধাওয়া করতে শুরু করে। হুগলির দিকে যাওয়া গাড়িটি এরপর হঠাৎ উল্টোদিকে ঘুরে যায় এবং পূর্বস্থলী থানা এলাকার পারুলিয়ার দিকে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে পূর্বস্থলী থানায় খবর দেয় নাদনঘাট থানার পুলিশ। সেই মতো পারুলিয়ার কাছে ওই গাড়িটিকে আটকানো হয়। দুই থানার যৌথ উদ্যোগে একজন পুরুষ ও একজন মহিলা সমেত প্রায় ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ পেঁয়াজ-রসুন দিয়ে দোকান সাজাতেই বাজিমাত! একলাফে বিক্রি বেড়ে দ্বিগুণ, মালামাল হচ্ছেন বর্ধমানের ব্যবসায়ী
এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাঁদের বর্ধমান নারকোটিক্স আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, ধৃতদের নাম রাজু দাস এবং বাবলি মল্লিক। এর মধ্যে প্রথমজনের বাড়ি দক্ষিণ শ্রীরামপুর এলাকায় এবং দ্বিতীয়জন বলাগড়ের দাদপুর এলাকার বাসিন্দা।
advertisement
advertisement
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী শনিবার মৌখিকভাবে জানান, মুর্শিদাবাদের দিক থেকে হুগলির দিকে গাড়িটি যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে দু’টি থানার যৌথ উদ্যোগে এই সাফল্য মিলেছে। এই ঘটনায় দু’জন গ্রেফতার ও প্রায় ৮৩ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে চাননি তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের রাস্তায় ধুন্ধুমার অভিযান! ফিল্মি কায়দায় চারচাকা গাড়ি ধাওয়া পুলিশের, ৮৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২
Next Article
advertisement
Civic Volunteer Arrested: কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস! বর্ধমানে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস!বর্ধমানে ধৃত সিভিক ভলেন্টিয়
  • বর্ধমান থেকে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার৷

  • বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল বর্ধমান থানার পলপ

VIEW MORE
advertisement
advertisement