কয়েকদিন পরেই রাসপূর্ণিমা। প্রতি বছর শ্রীরামপুরে বর্ণময় রাস উৎসবের আসর বসে। নবদ্বীপ ও শান্তিপুরের মতোই শ্রীরামপুরেও রাস উৎসব আজ ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। প্রায় ৮০টিরও বেশি পুজো কমিটি এক বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যেখানে নানা অভিনব থিমে সেজে উঠবে প্রতিটি মণ্ডপ। থিমের বৈচিত্র্য, প্রতিমার শৈল্পিকতা, আলো-সাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- সব মিলিয়ে শ্রীরামপুরের রাস মানেই এক অন্যরকম অভিজ্ঞতা।
advertisement
এবারের রাস উৎসবে দক্ষিণ শ্রীরামপুর গঙ্গা মাতা পুজো কমিটি ২৩ তম বর্ষে পদার্পণ করছে। প্রতি বছরের মতো এবারও তাঁরা দর্শকদের জন্য এক চমকপ্রদ থিম নিয়ে আসছে। এবার তাঁদের নিবেদন ‘স্বর্গ তব বোধে’। এই থিমের মাধ্যমে স্বর্গের এক অপূর্ব রূপকথার জগৎ ফুটিয়ে তোলা হবে।
থিম প্রস্তুতকারক পিন্টু সিকদার বলেন, “স্বর্গ তব বোধে অর্থাৎ স্বর্গ তোমার বিবেকে। একজন শিশুর কাছে স্বর্গ তাঁর মায়ের কোল এবং মায়ের কাছে ছেলের ভালবাসা। আসলে স্বর্গ সর্বত্র বিরাজমান, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি।” রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আগামী ৩ তারিখ এই থিম মণ্ডপের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর টানা দু’দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, থাকবে মহাপ্রসাদ বিতরণের বিশেষ আয়োজনও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে জোরকদমে প্রস্তুতি চলছে। কমিটির সদস্যরা দিনরাত এক করে সাজসজ্জার কাজে ব্যস্ত। ক্লাবের তরফে মনজিৎ দেবনাথ জানিয়েছেন, “আশা করছি এবার দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে। আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।” গোটা দক্ষিণ শ্রীরামপুর এখন উৎসবের রঙে রাঙা। আলো, রঙ, প্রতিমা ও থিম মণ্ডপের ছোঁয়ায় সেজে উঠেছে গোটা এলাকা। যেভাবে প্রস্তুতি চলছে যেন সত্যিই স্বর্গ নেমে আসবে মর্ত্যে। এই থিম বিশেষভাবে দর্শনার্থীদের নজর কাড়বে বলেই সকলে আশাবাদী।





