TRENDING:

Power Cut Issue: বলা নেই কওয়া নেই, দুমদাম করে বন্ধ বিদ্যুৎ পরিষেবা! মেজাজ ঠিক রাখতে না পেরে গ্রামবাসীরা যা করলেন

Last Updated:

তিব্র গরমের সময় এবার বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়েছেন একাধিক গ্রামের মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: গরমের সময় জলকষ্টের খবর সামনে উঠে আসে। তবে এবার সামনে এল এক অন্যধরনের খবর। এই তীব্র গরমের সময় এবার বিদ্যুৎ নিয়ে সমস্যায় পড়েছেন একাধিক গ্রামের মানুষ। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর। সামান্য কারণ বা অকারণে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে বেশ কিছু গ্রামের মানুষকে। আর এই বিদ্যুৎ পরিষেবা ঠিকভাবে না পাওয়ার কারণেই বিপাকে পড়েছেন স্থানীয়রা। ডাঙ্গাপাড়া, আদর্শপল্লী, নসরৎপুর, সুজননগর, চড় গোয়ালপাড়া, মানিকনগর, মাঠেরপাড়া, পাঁচলকি সহ আরও বেশ কিছু গ্রামে এই সমস্যার সৃষ্টি হচ্ছে হচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। স্বাভাবিক ভাবেই এই গরমের সময় নাজেহাল হয়ে উঠেছেন গ্রামবাসীরা।
advertisement

গ্রামবাসীদের কথায়, বিদ্যুৎ পরিষেবা ঠিক না থাকার কারণে তাঁদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও যাদের বাড়িতে রোগী রয়েছে, তাঁরাও এই গরমে ভাল বিদ্যুৎ পরিষেবা না পাওয়ার কারণে বেজায় সমস্যায় পড়েছেন। এই বিষয়ে আশিক শেখ নামের এক গ্রামবাসী বলেন, “বেশ কিছুদিন ধরেই আমাদের এই সমস্যা হচ্ছে। হালকা ঝড় জল হলেই কারণে অকারণে কারেন্ট চলে যাচ্ছে। গ্রামবাসীদের খুবই অসুবিধা হচ্ছে। তাই আমরা সবাই বিদ্যুৎ দফতরে সমস্যার সুরাহার জন্য এসেছি।”

advertisement

আরও পড়ুন: লাইব্রেরি খোলা রাখার নিয়মে বদল! সুবিধা বাড়বে চাকরিজীবী, পড়ুয়াদের! কি পরিকল্পনা মন্ত্রীর

পরবর্তীতে বাধ্য হয়ে স্থানীয় এলাকার বিভিন্ন মানুষ অবিলম্বে উন্নত বিদ্যুৎ পরিষেবার দাবি নিয়ে ছুটে যান সমুদ্রগড়ের বিদ্যুৎ দফতরে। বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন গ্রামবাসীরা। তাঁদের দীর্ঘদিনের একাধিক সমস্যা আধিকারিকদের সামনে তুলে ধরেন। এছাড়াও বেশ কিছু দাবী রাখেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবী, অবিলম্বে সমুদ্রগড় বাজার এলাকার সঙ্গে এই গ্রামগুলি ইলেক্ট্রিক লাইন যুক্ত করতে হবে। প্রতি বছর পুজোর সময়, রমজান মাসে ও দুই ইদের দিন ২৪ ঘন্টা কারেন্ট পরিষেবা চালু রাখতে হবে। সমুদ্রগড় এলাকায় বসবাসকারী কোন পরিবারের ইলেকট্রিক মিটারকে, সেই পরিবারের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক স্মার্ট মিটারে পরিবর্তন করা যাবে না।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এছাড়াও গ্রামবাসীরা বলেন, অফিস থেকে দুটি কর্মচারির মোবাইল নম্বর দেওয়া হোক, যাতে যখন কোন ইলেকট্রিক সমস্যা হলে তখন অতিদ্রুত পরিষেবা পাওয়া যায় এবং যাতে সমস্যা মেটানো যায়। বিদ্যুৎ দফতরের আধিকারিক পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। তবে এখন দেখার বিষয় ঠিক কতদিনে এই একাধিক গ্রামের সমস্যার সমাধান হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Power Cut Issue: বলা নেই কওয়া নেই, দুমদাম করে বন্ধ বিদ্যুৎ পরিষেবা! মেজাজ ঠিক রাখতে না পেরে গ্রামবাসীরা যা করলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল