Library: লাইব্রেরি খোলা রাখার নিয়মে বদল! সুবিধা বাড়বে চাকরিজীবী, পড়ুয়াদের! কি পরিকল্পনা মন্ত্রীর
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
লাইব্রেরি খোলার নিয়ে বদল আসতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে
পূর্ব বর্ধমান: চাকরিজীবী ও পড়ুয়াদের সুবিধার্থে পূর্ব বর্ধমান সহ রাজ্যের সরকারি গ্রন্থাগারগুলি রবিবার খোলা রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি পূর্ব বর্ধমানের জেলাশাসকের কনফারেন্স হলে রাজ্যের পাঁচটি জেলার গ্রন্থাগার পরিষেবা নিয়ে এক গুরুত্বপূর্ণ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা শাসক আয়েশা রাণী, পাঁচ জেলার জেলা গ্রন্থাগারিক ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
এই পাঁচটি জেলা হল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং বীরভূম। মন্ত্রী জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে গ্রন্থাগারগুলির বই নষ্ট হয়েছে, সেগুলিকে নতুনভাবে গড়ে তোলা এবং বইয়ের সংগ্রহ পুনরায় সমৃদ্ধ করার দিকেই জোর দেওয়া হচ্ছে। রাজ্যে বর্তমানে ২৪৮০টি সরকারি গ্রন্থাগার থাকলেও, বহু গ্রন্থাগার কার্যত অস্তিত্বহীন হয়ে পড়েছে। তাই সেগুলিকেও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
advertisement
রবিবার লাইব্রেরি খোলা রাখার বিষয়ে তিনি জানান, চাকুরিজীবী, পরীক্ষার্থী এবং পাঠক সমাজের সুবিধার্থে এমন ভাবনা নেওয়া হয়েছে। যদিও এখনই এই সিদ্ধান্ত কার্যকর হয়নি, তবে খুব শীঘ্রই এটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মন্ত্রী আরও বলেন, প্রতিটি জেলায় ‘মডেল লাইব্রেরি’ গড়ে তোলা হবে, যেখানে থাকবে আধুনিক ও উন্নত পরিষেবা। বিশেষ করে রিসার্চ স্কলার ও উচ্চশিক্ষার্থীদের উপযোগী করে এই লাইব্রেরিগুলির পরিকাঠামো গড়ে তোলা হবে। এছাড়া ছাত্রছাত্রীদের লাইব্রেরিমুখী করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই উদ্যোগগুলি সফল হলে রাজ্যের পাঠাগার ব্যবস্থায় নতুন দিশা আসবে বলে আশা করা হচ্ছে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 1:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Library: লাইব্রেরি খোলা রাখার নিয়মে বদল! সুবিধা বাড়বে চাকরিজীবী, পড়ুয়াদের! কি পরিকল্পনা মন্ত্রীর