TRENDING:

Minister Swapan Debnath: অন্যরূপে মন্ত্রী স্বপন দেবনাথ! অভিনয় করে নজর কাড়লেন সবার, দেখতে কালনার মঞ্চে উপচে পড়ল ভিড়

Last Updated:

West Bengal Minister Swapan Debnath: ভিন্ন রূপে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে! রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথকে সবাই চেনেন প্রশাসনিক কাজের ব্যস্ত মন্ত্রী হিসেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ভিন্ন রূপে দেখা গেল রাজ্যের মন্ত্রীকে! রাজ্যের প্রাণীসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথকে সবাই চেনেন প্রশাসনিক কাজের ব্যস্ত মন্ত্রী হিসেবে। কিন্তু রবিবার সন্ধ্যায় তাঁকে দেখা গেল একেবারে ভিন্ন সাজে, যাত্রার রঙিন পোশাক পরে আলো ঝলমলে মঞ্চে অভিনয় করছেন তিনি!আসলে মন্ত্রীর এই ‘অভিনেতা’ রূপ নতুন কিছু নয়। এর আগেও বহুবার বিভিন্ন যাত্রা দলে নেমে পড়েছেন তিনি, কখনও সমাজসেবীর চরিত্রে, কখনও বা নিত্য নতুন চরিত্রেও অভিনয় করে চমকে দিয়েছেন দর্শকদের।
advertisement

যাত্রা শিল্পের প্রতি তাঁর এই টান বহুদিনের, আর তাই শিল্পীদের পাশে দাঁড়াতে তিনি মঞ্চে উঠে যান বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। রবিবার শ্রীচৈতন্য অপেরার ‘ঘুম কেড়েছে ফুলকুমারী’ যাত্রাপালায় তিনি অভিনয় করলেন এক মুসলিম সমাজসেবীর ভূমিকায়। পণ নেওয়া–দেওয়ার কুফল তুলে ধরলেন ভিতর থেকে আসা সেই অভিনেতার তেজে। দর্শকেরাও এতে বেশ মুগ্ধ, মন্ত্রী যে শুধু প্রশাসনে নয়, অভিনয়েও দক্ষ, আবারও প্রমাণ মিলল।

advertisement

আরও পড়ুন: টান-টান উত্তেজনা, জয় মিলতেই উল্লাস! জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের টেক ফেস্টে ‘রোবো ওয়ার’, দেখতে জমাটি ভিড়

View More

অভিনয় দেখে কালনা পুরসভার পুরপ্রধান রিনা ব্যানার্জী বলেন, “আমার মন্ত্রীর অভিনয় খুবই ভাল লেগেছে। অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠান দেখলাম, আমার মনটা পুরো খুশি হয়ে গেল। মন্ত্রী মহাশয়ের অভিনয় আমাদেরও অনুপ্রাণিত করেছে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দার্জিলিং, সিটং যেতে হবে না...! সমতলের মাটিতেই কাঁপাচ্ছে ঘরের কাছের 'কমলালেবু' বাগান
আরও দেখুন

যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের পাশাপাশি এলাকায় যাত্রা শিল্পীদের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন স্বপন দেবনাথ। সেই কারণেই এদিনের অনুষ্ঠান শুধু নাট্য উপভোগ নয়, যাত্রা শিল্পীদের মনোবল বাড়াতে মঞ্চ থেকেই তাঁদের সংবর্ধনা জানানো হয়। মঞ্চে উপস্থিত ছিলেন কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ, বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল-সহ বহু অতিথি। তাঁদেরও শোভা বাড়ানো অবদানের জন্য সম্মান জানানো হয়। সারাক্ষণই মনে হচ্ছিল এ মঞ্চে যেন এক নয়, দুই স্বপন দেবনাথ উপস্থিত। একজন প্রশাসনের দায়িত্ববান মন্ত্রী, আরেকজন যাত্রা মঞ্চের স্বতঃস্ফূর্ত অভিনেতা। আর এই দুই রূপ মিলেমিশেই তাঁকে এদিন করে তুলল কালনার সেরা আকর্ষণ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Minister Swapan Debnath: অন্যরূপে মন্ত্রী স্বপন দেবনাথ! অভিনয় করে নজর কাড়লেন সবার, দেখতে কালনার মঞ্চে উপচে পড়ল ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল