যাত্রা শিল্পের প্রতি তাঁর এই টান বহুদিনের, আর তাই শিল্পীদের পাশে দাঁড়াতে তিনি মঞ্চে উঠে যান বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। রবিবার শ্রীচৈতন্য অপেরার ‘ঘুম কেড়েছে ফুলকুমারী’ যাত্রাপালায় তিনি অভিনয় করলেন এক মুসলিম সমাজসেবীর ভূমিকায়। পণ নেওয়া–দেওয়ার কুফল তুলে ধরলেন ভিতর থেকে আসা সেই অভিনেতার তেজে। দর্শকেরাও এতে বেশ মুগ্ধ, মন্ত্রী যে শুধু প্রশাসনে নয়, অভিনয়েও দক্ষ, আবারও প্রমাণ মিলল।
advertisement
অভিনয় দেখে কালনা পুরসভার পুরপ্রধান রিনা ব্যানার্জী বলেন, “আমার মন্ত্রীর অভিনয় খুবই ভাল লেগেছে। অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠান দেখলাম, আমার মনটা পুরো খুশি হয়ে গেল। মন্ত্রী মহাশয়ের অভিনয় আমাদেরও অনুপ্রাণিত করেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের পাশাপাশি এলাকায় যাত্রা শিল্পীদের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন স্বপন দেবনাথ। সেই কারণেই এদিনের অনুষ্ঠান শুধু নাট্য উপভোগ নয়, যাত্রা শিল্পীদের মনোবল বাড়াতে মঞ্চ থেকেই তাঁদের সংবর্ধনা জানানো হয়। মঞ্চে উপস্থিত ছিলেন কালনা বিধায়ক দেবপ্রসাদ বাগ, বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল-সহ বহু অতিথি। তাঁদেরও শোভা বাড়ানো অবদানের জন্য সম্মান জানানো হয়। সারাক্ষণই মনে হচ্ছিল এ মঞ্চে যেন এক নয়, দুই স্বপন দেবনাথ উপস্থিত। একজন প্রশাসনের দায়িত্ববান মন্ত্রী, আরেকজন যাত্রা মঞ্চের স্বতঃস্ফূর্ত অভিনেতা। আর এই দুই রূপ মিলেমিশেই তাঁকে এদিন করে তুলল কালনার সেরা আকর্ষণ।





