Tech Fest: টান-টান উত্তেজনা, জয় মিলতেই উল্লাস! জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের টেক ফেস্টে ‘রোবো ওয়ার’, দেখতে জমাটি ভিড়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ফাঁকা মাঠ হয়ে উঠল রণক্ষেত্র! আশেপাশের মানুষের তখন মাথায় হাত। হচ্ছে টা কী? কে কাকে কাবু করবে চলছে তার কেরামতি!
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ফাঁকা মাঠ হয়ে উঠল রণক্ষেত্র! আশেপাশের মানুষের তখন মাথায় হাত। হচ্ছে টা কী? কে কাকে কাবু করবে চলছে তার কেরামতি! না না তবে এ মানুষের যুদ্ধ নয়, এ হল রোবটদের যুদ্ধ। কলেজ প্রাঙ্গণ এভাবেই ভবিষ্যতের প্রযুক্তির ছোঁয়ায় হয়ে উঠেছিল অভিনব রণক্ষেত্র। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পাঁচ বছর পর ফের জমে উঠল বহু প্রতীক্ষিত টেক ফেস্ট। আর সেই উৎসবের প্রাণকেন্দ্র হয়ে উঠল ‘রোবো ওয়ার’, যেখানে ছাত্রছাত্রীদের নিজ হাতে তৈরি রোবটগুলি দর্শকদের সামনে যেন ভবিষ্যৎ প্রযুক্তির জীবন্ত ঝলক দেখাল।
লোহার ঘেরা বিশেষ অ্যারেনার ভিতর মুখোমুখি দাঁড়ানো দু’টি রোবট। বাইরে উত্তেজনায় ঠাঁসা ছাত্রছাত্রীদের ভিড়। রিমোট-কন্ট্রোলের নির্দেশে কখনও ধাক্কা, কখনও দ্রুত গতির ঘূর্ণি, কখনও আবার প্রতিপক্ষকে কাবু করার চেষ্টা প্রতিটি মুহূর্তে রোবটগুলোর লড়াই যেন দর্শকদের নিশ্বাস বন্ধ করে দিচ্ছিল। রেসলিং রিংয়ের মতোই চারপাশে চিৎকার, উল্লাস আর টানটান উত্তেজনা।
advertisement
advertisement
এই রোবটগুলো কিন্তু বাজারচলতি নয়! টিন, স্টিল, কাঠের ফ্রেম, লোহার শিট, আর ছাত্রছাত্রীদের সৃজনশীলতা মিলিয়ে তৈরি একেকটি ভিন্ন চরিত্রের যুদ্ধযান। কল্পিত ভারত–পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হলেও রোবটের সংঘর্ষের লক্ষ্য ছিল একটাই ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা অর্জন ও উদ্ভাবনী শক্তিকে শাণিত করা। কলেজ কর্তৃপক্ষের মতে, দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর এমন একটি ইভেন্ট ফের ফিরে আসা শুধু টেক ফেস্টকেই সমৃদ্ধ করেনি, নতুন প্রজন্মকেও দিয়েছে উৎসাহ আর অনুপ্রেরণা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাঁদের কথায়, “রোবো ওয়ার শুধুই প্রতিযোগিতা নয়, এটি শেখার ক্ষেত্র ,দলগত কাজ, পরিকল্পনা, মেকানিক্যাল জ্ঞান, আর সমস্যা সমাধানের দক্ষতার এক অনন্য সমন্বয়।” ছাত্রছাত্রীদের মুখেও একই উত্তেজনা। কেউ প্রথমবার রোবট বানিয়েছে, কেউ আবার আগের ভুল শুধরে আরও উন্নত মডেল তৈরি করেছে। তবে লক্ষ্য সবার এক- নিজেদের সৃষ্টি এক মুহূর্তের জন্য হলেও যেন অ্যারেনার আলো কাড়ে। টেক ফেস্টের এই দিনের শেষে একটা কথাই স্পষ্ট, আগামী দিনের প্রযুক্তি যে এই তরুণদের হাতেই আরও উজ্জ্বল হয়ে উঠবে, তার ইঙ্গিত মিলল রোবো-অ্যারেনার প্রতিটি সংঘর্ষেই!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
December 01, 2025 3:32 PM IST
