TRENDING:

Air Cooler: লাগাতে হবে না AC ...! মাত্র ৫ মিনিটে ঘর হবে বরফের মতো ঠান্ডা, অভিনব 'এয়ার কুলার' বানিয়ে তাক লাগাল স্কুল পড়ুয়া

Last Updated:

Air Cooler: গরমের সময় মাটির এয়ার কুলার তৈরি করে তাক লাগিয়ে দিল বর্ধমানের স্কুল পড়ুয়া। সাধারণ মানুষের কথা মাথায় রেখে কীভাবে অল্প খরচে মাটির এয়ার কুলার তৈরি করা যায় তা দেখিয়ে দিল এই পড়ুয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: গরমের সময় মাটির এয়ার কুলার তৈরি করে তাক লাগিয়ে দিল বর্ধমানের স্কুল পড়ুয়া। তীব্র গরমে নাজেহাল হতে হচ্ছে রাজ্য তথা জেলাবাসীকে। অনেকেই তাই গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য কিনছেন এসি অথবা এয়ার কুলার। তবে সমাজে এরকম অনেক মানুষ আছেন যাদের বেশি টাকা খরচ করে এসি, এয়ার কুলার কেনার সামর্থ্য নেই। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে কীভাবে অল্প খরচে মাটির এয়ার কুলার তৈরি করা যায় তা দেখিয়ে দিল এই পড়ুয়া। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রূপম দাস।
advertisement

রুপম নিজেই বুদ্ধি খাটিয়ে অল্প খরচেই এই কুলার তৈরি করেছে। এই প্রসঙ্গে রূপম দাস জানিয়েছে, “সকলের বেশি টাকা দিয়ে কুলার কেনার সামর্থ্য থাকেনা। তাই আমি স্বল্প খরচের মধ্যে এই কুলার তৈরি করেছি। এখান থেকে বেশ ভাল ঠান্ডা হাওয়া পাওয়া যাবে। এটা নিজের বুদ্ধিতেই তৈরি করেছি, তবে বিদ্যালয়ের একজন শিক্ষকের কাছেও সাহায্য নিয়েছি।”রুপমের কথায় এই এয়ার কুলার তৈরিতে খরচ অনেক কম। আর এই মাটির কুলার থেকে হাওয়াও পাওয়া যাবে বেশ ঠান্ডা। কুলার তৈরির সরঞ্জাম হিসেবে লাগবে একটা ব্যাটারি, একটা ছোট মাটির হাঁড়ি আর একটা ছোট ফ্যান। তারপর ধাপে ধাপে কিছু জিনিস করলেই এই কুলার বাড়িতেই তৈরি করা সম্ভব। কীভাবে তৈরি করবেন এই মাটির এয়ার কুলার ?

advertisement

আরও পড়ুন-এপ্রিলেই আসছে ঘূর্ণিঝড়…! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে ঝড়-বৃষ্টি-বজ্রপাতে ভাসবে দক্ষিণের একাধিক জেলা, কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় আপডেট দিল IMD

এই বিষয়ে রূপম জানিয়েছে, “একটা মাটির হাঁড়ির মাঝ বরাবর কিছু ছিদ্র করতে হবে। হাঁড়ির উপরের দিকে একটা ফ্যান কার্ড বোর্ডের সঙ্গে আটকে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর ব্যাটারির সঙ্গে ফ্যান জুড়ে দিলেই হাঁড়ির গায়ে থাকা ছিদ্র দিয়ে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসবে। তবে ফ্যান চালানোর আগে হাঁড়ির মধ্যে জল দিতে হবে। এসিডিসি ১২ ভোল্ট ফ্যানের দাম পড়বে ১০০ থেকে ২০০ টাকা, হাঁড়ির দাম ৩০/৪০ টাকা আর ব্যাটারির দাম ৮০০ টাকা। সব মিলিয়ে ১০০০/১১০০ টাকার মধ্যেই এই মাটির এয়ার কুলার তৈরি করা সম্ভব।”

advertisement

View More

আরও পড়ুন- শনির ভয়ঙ্কর শক্তি-মঙ্গলের তেজে ‘তোলপাড়’ বিশ্ব ব্রহ্মাণ্ড…! ৪ রাশির লাগামছাড়া আয়-উন্নতি, লাগবে লটারি, অঢেল টাকার বৃষ্টি

যাদের বেশি দাম দিয়ে কুলার কেনার সামর্থ্য নেই তারা স্বল্প খরচে বাড়িতেই এই কুলার তৈরি করে নিতে পারেন। গরমের সময় বর্ধমানের এই পড়ুয়ার তৈরি মাটির কুলার সত্যিই অভিনব। এই সহজ প্রযুক্তি যাদের ব্যয়বহুল কুলার কেনার সামর্থ্য নেই, তাদের জন্য যেন আশীর্বাদস্বরূপ। রূপমের এই উদ্যোগ শুধু স্বল্প খরচেই কার্যকর নয়, বরং পরিবেশবান্ধবও। গরমের সময় এরকম মাটির কুলার ব্যবহার করলে সহজেই আরাম পাওয়া সম্ভব। অষ্টম শ্রেণীর পড়ুয়া রূপমের সৃজনশীলতাকে কুর্নিশ জানাচ্ছে সকলেই!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Air Cooler: লাগাতে হবে না AC ...! মাত্র ৫ মিনিটে ঘর হবে বরফের মতো ঠান্ডা, অভিনব 'এয়ার কুলার' বানিয়ে তাক লাগাল স্কুল পড়ুয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল