আপাতত ঠিক করা হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা এখানে এসে কোচিং দেবেন। বর্ধমান শিশির সাথী ফাউন্ডেশনের উদ্যোগে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে হয়েছে এই ডার্বি ম্যাচটি। এদিন ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক সহ জেলার প্রাক্তন ফুটবলাররা ও বিশিষ্টজনেরা।
advertisement
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, ফুটবল মানেই যে দুটি নাম সবার প্রথম আসে, তা হল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেইসব ক্লাবের খেলোয়াড়রা মাঠে নেমেছেন। এই ধরনের উদ্যোগের ফলে বর্ধমান জেলা থেকেও বহু ফুটবলার উঠেছে ও আগামী দিনে উঠবে। পাশাপাশি মাঠমুখী হবে বর্তমান প্রজন্ম। এদিন পূর্ণ সময় খেলার পর দুই দুই গোলে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেখানে প্রথম ৫-৫ শর্টেও অমীমাংসিত থাকে ম্যাচ। এরপর একটি শর্টে জয়লাভ করে মোহনবাগান। এরপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্লাব সমর্থকরা। পাশাপাশি এই দুই ক্লাবের পুরনো খেলোয়াড়দের আবার জার্সি গায়ে দেখতে পেয়ে উন্মাদে ফেটে পড়েন সকলে। সবমিলিয়ে খেলার পুরো সময়টা ছিল টানটান উত্তেজনায় ভর্তি। শীতের দিনে সকলের কাছে রীতিমতো উপভোগ্যা ছিল এই ম্যাচ।





