বোমা উদ্ধারের পর থেকে জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশ। একটি বস্তার ভেতর থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে বোমাগুলি রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড। স্থানীয় বাসিন্দা নবাব আলী শেখ বলেন, সকালে এসে শুনি একটি বস্তায় বোমা রাখা আছে। সিভিক ভলান্টিয়াররা ছিলেন।
advertisement
আরও পড়ুন : তুলো ধোনার ব্যস্ততা, লেপের উষ্ণতায় আরাম খুঁজছে দুর্গাপুর! কনকনে ঠাণ্ডায় আবার বাড়ছে চাহিদা
তারা বললেন ওদিকে যেওনা বোমা আছে। দোকানটি আমাদের। কিছুদিন খোলা হয়েছিল। কিন্তু ভাল চলছিল না বলে বর্তমানে দোকানটি বন্ধই ছিল। আজ সকালে হঠাৎ শুনি দোকানের পিছনের মাঠে একটি বস্তায় বোমা উদ্ধার হয়েছে। আমার জ্যাঠা দোকানের পিছনের জমিতে সার ছড়াচ্ছিলেন। তিনি প্রথম জানতে পেরে বিষয়টি আমাদের জানান। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারা এই বোমাগুলি ফেলে গিয়েছে, সেই বিষয়টিও স্থানীয়দের ভাবাচ্ছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকেই আতঙ্কিত স্থানীয়রা। অনেকেই মনে করছেন, সঠিক সময়ে চোখে না পড়লে বড় বিপদ হতে পারত। কিন্তু কৃষিকাজের সময় তা সামনে আসায় সেই বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সকলে।






