মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাঞ্চননগর চন্ডিতলায়। মৃত যুবকের নাম দীপঙ্কর শীল(৩৩)। বাড়ি রথতলা পুরাতন কলোনী এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঞ্চননগর চন্ডিতলা এলাকায় ডিভিসির সেচখালের পাশে নববর্ষ উপলক্ষ্যে পিকনিক করতে যান স্থানীয় কয়েকজন যুবক। বিজয় দাস নামে একজন স্নান করতে নামেন। কিছুক্ষণ পর তাকে জলে তলিয়ে যেতে দেখেন দীপঙ্কর। বন্ধুকে ডুবতে দেখে এক মুহূর্তের জন্যও নিজের কথা ভাবেননি দীপঙ্কর। বিজয়কে উদ্ধার করতে নিজে নেমে পড়েন জলে।
advertisement
এরপর বিজয় দাস কোনওরকমে উঠে এলেও নিজেই জলে তলিয়ে যান দীপঙ্কর। খোঁজাখুঁজির প্রায় এক ঘন্টা পর সেচখাল থেকে দীপঙ্করকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বর্ধমান হাসপাতালে যান বিধায়ক খোকন দাস। এই ব্যাপারে পঙ্কজ বরুয়া বলেন, নতুন বছর উপলক্ষে ক্লাবের ছেলেরা একসঙ্গে পিকনিক করতে গিয়েছিল ডিভিসি ক্যানেলের ওখানে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথম একজন জলে নামে তাকে ডুবে যেতে দেখে আরও একজন জলে ঝাঁপ দেয়। কিন্তু বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিজের জলে তলিয়ে যায় দীপঙ্কর। সাঁতার জানলেও জলের শ্রোত থাকায় তলিয়ে যান তিনি। বিধায়ক খোকন দাস বলেন, নববর্ষে প্রথম দিনে প্রতি বছরই প্রচুর ফিস্ট হয় ডিভিসির পারে। যিনি মারা গিয়েছেন, তিনি রথতলা এলাকারই ছেলে। প্রথম যে জলে ডুবে গিয়েছিল, তাঁকে বাঁচাতে গিয়ে দীপঙ্কর নিজেই জলে ডুবে যান।খুবই মর্মান্তিক ঘটনা।






