TRENDING:

East Bardhaman News: চা খেলেই গাছ ফ্রি! এক কাপ চা কিনলেই মিলছে আম, কাঁঠাল, শাল, নিমের চারা! পরিবেশ রক্ষায় নজির চা বিক্রেতার 

Last Updated:

East Bardhaman News: চা খেলেই গাছ ফ্রি। গুসকরা বাসস্ট্যান্ডের ছোট্ট এই চায়ের দোকান থেকে এক কাপ চা খেলেই তার সঙ্গে মিলছে আম, কাঁঠাল, বেল‌, নিম, শাল-সহ বিভিন্ন ফল ও ঔষধি গাছ। তাও সম্পূর্ণ বিনামূল্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুসকরা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: শীতের সকালে এক কাপ গরম চায়ে চুমুক দেওয়ার মাধ্যমে দিন শুরু হয় প্রায় প্রত্যেক বাঙালির। নিত্যদিনের সেই অভ্যাসের সঙ্গে যদি যুক্ত হয় সমাজ সচেতনতার বার্তা তবে সত্যিই তা অভাবনীয়। হ্যাঁ এমনই এক চমকপ্রদ উদ্যোগ নিয়েছেন পাঞ্জাব শেখ। পেশায় চা বিক্রেতা পাঞ্জাব শেখের গুসকরা বাসস্ট্যান্ডে একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে।
advertisement

সারা বছরই তিনি নানা ধরনের সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তেমনই এবার তিনি পরিবেশ সচেতনতার বার্তাকে সামনে রেখে চারা গাছ বিতরণের উদ্যোগ নিয়েছেন। পাঞ্জাব শেখের চায়ের দোকানে এক কাপ চা খেলেই তার সঙ্গে মিলছে আম, কাঁঠাল, বেল‌, নিম, শাল-সহ বিভিন্ন ফল ও ঔষধি গাছ। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুনঃ সাইরেন বাজিয়ে এল দমকল, আগুন নেভাতে নয়! ধুয়ে দিল প্রাচীন বটগাছ, মেদিনীপুরে যা ঘটছে জানলে আশ্চর্য হবেন

advertisement

কী কারণে এই অভিনব উদ্যোগ? এই বিষয়ে পাঞ্জাব শেখ বলেন, “গরমকালে দেখেছি গরম অনেক বেশি হচ্ছে। পরিবেশ থেকে গাছের সংখ্যা কমে যাচ্ছে। আমরা জানি একটা গাছ একটা প্রাণ, কিন্তু মানুষকে অনেক সচেতন হতে হবে। গাছ লাগালেই সমস্যার সমাধান হবে, আর সেকারণেই আমার গাছ দেওয়ার এই উদ্যোগ। আমি যে চারাগাছ বিতরণ করলাম আমাকে বন দফতর থেকেই দিয়েছে।”

advertisement

View More

আরও পড়ুনঃ ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার ‘সোনালি’ স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু’চোখ, দারিদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে লেখাপড়া

স্ত্রী ও মেয়েকে নিয়ে ছোট্ট পরিবার পাঞ্জাব শেখের। ছোট্ট এই চায়ের দোকান থেকে যা উপার্জন হয় তা দিয়ে স্বচ্ছলভাবে সংসার চালানো কঠিন। তবুও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি প্রায় সারা বছরই নানান ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। গ্রীষ্মকালে সাধারণের জন্য বাতাসা, জল, ওয়ারেস বিলি থেকে শুরু করে দুর্গাপুজো বা ইদ উপলক্ষে গরিব দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে বস্ত্র বিতরণের নজির রয়েছে তাঁর।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গরুমারা ছেড়ে সোজা ডুয়ার্সের রিসর্ট! পর্যটকদের সামনে গজরাজের ‘নাইট ট্যুর’
আরও দেখুন

তেমনই এবার পরিবেশ সচেতনতার জন্য ক্রেতাদের এক কাপ চায়ের সঙ্গে হাতে তুলে দিচ্ছেন একটি করে চারাগাছ। এছাড়া সকলকে বৃক্ষরোপনের বার্তাও দিচ্ছেন বিশেষভাবে। স্থানীয় বাসিন্দাদের মতে, পাঞ্জাব শেখের এই উদ্যোগ শুধু পরিবেশ সচেতনতার বার্তায় নয়, সমাজের প্রতি এক মানবিক দৃষ্টান্তও তৈরি করেছে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে তাঁর এই প্রচেষ্টা। পাঞ্জাবের এক কাপ চা যেন এখন শুধু উষ্ণতা নয়, সঙ্গে দিয়ে চলেছে সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতিও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: চা খেলেই গাছ ফ্রি! এক কাপ চা কিনলেই মিলছে আম, কাঁঠাল, শাল, নিমের চারা! পরিবেশ রক্ষায় নজির চা বিক্রেতার 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল