সারা বছরই তিনি নানা ধরনের সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তেমনই এবার তিনি পরিবেশ সচেতনতার বার্তাকে সামনে রেখে চারা গাছ বিতরণের উদ্যোগ নিয়েছেন। পাঞ্জাব শেখের চায়ের দোকানে এক কাপ চা খেলেই তার সঙ্গে মিলছে আম, কাঁঠাল, বেল, নিম, শাল-সহ বিভিন্ন ফল ও ঔষধি গাছ। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে।
advertisement
কী কারণে এই অভিনব উদ্যোগ? এই বিষয়ে পাঞ্জাব শেখ বলেন, “গরমকালে দেখেছি গরম অনেক বেশি হচ্ছে। পরিবেশ থেকে গাছের সংখ্যা কমে যাচ্ছে। আমরা জানি একটা গাছ একটা প্রাণ, কিন্তু মানুষকে অনেক সচেতন হতে হবে। গাছ লাগালেই সমস্যার সমাধান হবে, আর সেকারণেই আমার গাছ দেওয়ার এই উদ্যোগ। আমি যে চারাগাছ বিতরণ করলাম আমাকে বন দফতর থেকেই দিয়েছে।”
স্ত্রী ও মেয়েকে নিয়ে ছোট্ট পরিবার পাঞ্জাব শেখের। ছোট্ট এই চায়ের দোকান থেকে যা উপার্জন হয় তা দিয়ে স্বচ্ছলভাবে সংসার চালানো কঠিন। তবুও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে তিনি প্রায় সারা বছরই নানান ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। গ্রীষ্মকালে সাধারণের জন্য বাতাসা, জল, ওয়ারেস বিলি থেকে শুরু করে দুর্গাপুজো বা ইদ উপলক্ষে গরিব দুস্থ পরিবারের মধ্যে বিনামূল্যে বস্ত্র বিতরণের নজির রয়েছে তাঁর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তেমনই এবার পরিবেশ সচেতনতার জন্য ক্রেতাদের এক কাপ চায়ের সঙ্গে হাতে তুলে দিচ্ছেন একটি করে চারাগাছ। এছাড়া সকলকে বৃক্ষরোপনের বার্তাও দিচ্ছেন বিশেষভাবে। স্থানীয় বাসিন্দাদের মতে, পাঞ্জাব শেখের এই উদ্যোগ শুধু পরিবেশ সচেতনতার বার্তায় নয়, সমাজের প্রতি এক মানবিক দৃষ্টান্তও তৈরি করেছে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে তাঁর এই প্রচেষ্টা। পাঞ্জাবের এক কাপ চা যেন এখন শুধু উষ্ণতা নয়, সঙ্গে দিয়ে চলেছে সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতিও।





