আরও পড়ুনঃ অসাধ্য সাধন! ১০ লক্ষ টাকার চিকিৎসা বিনামূল্যে! নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ
বর্ধমান বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা জানান, উদ্ধার হওয়া টিয়া পাখিরগুলো রোজ রিংড প্যারাকিট প্রজাতির। এগুলো বেশিরভাগই বিহার, ঝাড়খন্ডের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। শুক্রবার ভোরে বন দফতরের কাছে গোপন সূত্রে খবর আসে, আসানসোলের দিক থেকে বাসে করে প্রচুর সংখ্যক টিয়া পাখি পাচারের উদ্দেশ্যে বর্ধমানের দিকে নিয়ে আসা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই খবরের ভিত্তিতে বর্ধমানের বাজেপ্রতাপপুরে শোলাপুকুর এলাকায় হানা দিয়ে দুটি খাঁচায় প্রায় দেড়শোটির মতো টিয়াপাখি উদ্ধার করেন বন দফতরের অফিসাররা। বেআইনিভাবে পাখিগুলোকে বাসে করে বিহার ও ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বর্ধমানে, অন্যত্র পাচারের উদ্দেশ্যে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। খাঁচাবন্দি টিয়াগুলো আপাতত বন দফতরের তত্ত্বাবধানে রাখা হয়েছে।প্রাথমিক চিকিৎসার পর টিয়াগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।