স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সমুদ্রগড় রেলস্টেশনের উপরে থাকতেন ওই বৃদ্ধ। প্রথমদিকে তিনি এলাকায় পাঁপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তবে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে পরবর্তী সময়ে আর সেই কাজ চালিয়ে যেতে পারেননি। শেষ কয়েক মাস ধরে ভিক্ষাবৃত্তি করেই তাঁর জীবনযাপন চলছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ হিমাচল ফাইটিং চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলের বাজিমাত! সোনা জিতলেন এগরার অনিমেষ, লক্ষ্য এবার আরও বড়
advertisement
বুধবার ভোরে স্টেশনের উপর তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। সঙ্গে সঙ্গে কালনা জিআরপি ও আরপিএফকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ওই বৃদ্ধকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এক স্থানীয় বাসিন্দা জানান, “এই বৃদ্ধের তেমন কেউ নেই বলেই আমরা জানি। কয়েক দিন ধরেই খুব অসুস্থ ছিলেন। এমন কনকনে ঠান্ডায় বাইরে খোলা জায়গায় থাকার ফলে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।” প্রাথমিকভাবে অনুমান, প্রচণ্ড শীত ও অসুস্থতাই এই মৃত্যুর কারণ। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে বুধবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় ফের একবার শীতের সময় গৃহহীন ও অসহায় মানুষদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।






