East Medinipur News: হিমাচল ফাইটিং চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলের বাজিমাত! সোনা জিতলেন এগরার অনিমেষ, লক্ষ্য এবার আরও বড়
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: ‘সুলতান’ সিনেমা দেখে জীবনে লড়াই করার অনুপ্রেরণা পেয়েছিলেন। আজ সেই যুবকই উজ্জ্বল করলেন রাজ্যের নাম।
এগরা, মদন মাইতিঃ বাংলার ছেলের বড় সাফল্য। হিমাচল ফাইটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার কসবাগোলা গ্রামের অনিমেষ দে। শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তাঁর এই সাফল্যে গ্রাম জুড়ে খুশির হাওয়া। অনিমেষের এই জয় শুধু একটি পদক নয়, বরং কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জয়। চ্যাম্পিয়ন হওয়ার পর তাঁর লক্ষ্য আরও বড়। এবার তিনি বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে চান। নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করাই এই যুবকের স্বপ্ন।
একেবারে সাধারণ এক গ্রামীণ পরিবারে বেড়ে উঠেছেন অনিমেষ। বাবা বিদ্যুৎ দফতরের কর্মী, মা গৃহিণী। পরিবারের একমাত্র সন্তান অনিমেষ ছোটবেলা থেকেই কিছু আলাদা করতে চাইতেন। গ্রামীণ পরিবেশে বেড়ে উঠলেও তাঁর স্বপ্ন ছিল বড়। ‘সুলতান’ সিনেমা দেখে জীবনে লড়াই করার অনুপ্রেরণা পান তিনি। ছবির বক্সিং দৃশ্য তাঁর মনে গভীর ছাপ ফেলে। সেদিন থেকেই তাঁর মধ্যে কিক বক্সার হওয়ার ইচ্ছে জন্ম নেয়। এরপরেই নিজের লক্ষ্য স্থির করে শুরু হয় এক নতুন পথচলা।
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ায় জাতীয় সংহতির মিলনমেলা! ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত এনসিসি ক্যাম্পে’র আয়োজন, ১২ দিনের বড় কর্মসূচি
প্রথমদিকে কোনও প্রশিক্ষক না থাকায় বাড়ির উঠোনই হয়ে ওঠে অনিমেষের অনুশীলনের জায়গা। ইউটিউব দেখে নিজেই শেখেন কিক বক্সিংয়ের প্রাথমিক কৌশল। দিনের পর দিন ঘাম ঝরাতে থাকেন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই বুঝতে পারেন, বড় সাফল্যের জন্য সঠিক প্রশিক্ষণ জরুরি। এক বন্ধুর সহায়তায় কলকাতায় এসে পৌঁছন এগরার যুবক। সেখানে কিক বক্সিং কোচ কেশব সর্দারের কাছে শুরু হয় তাঁর নিয়মিত প্রশিক্ষণ। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে কঠোর অনুশীলন। শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও গড়ে তোলেন তিনি। এই কঠোর পরিশ্রমই এবার তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দিল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে নিউ আলিপুর কলেজের গণিত বিভাগের প্রথম বর্ষের ছাত্র অনিমেষ। পড়াশোনা ও খেলাধূলা একসঙ্গে সামলাচ্ছেন তিনি। ভবিষ্যৎ নিয়ে বেশ আত্মবিশ্বাসী। অনিমেষ জানান, ছোটবেলা থেকেই নিজেকে প্রমাণ করার ইচ্ছে ছিল। অনেকেই তাকে বলেছিলেন, গ্রামের ছেলেদের পক্ষে বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু তিনি বিশ্বাস হারাননি। ‘সুলতান’ সিনেমা তাঁর জীবনের অনুপ্রেরণা। হিমাচলের এই জয়ের জন্য কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনিমেষ। তাঁর এই সাফল্য আজ বহু তরুণের কাছে অনুপ্রেরণা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Dec 31, 2025 12:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: হিমাচল ফাইটিং চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলের বাজিমাত! সোনা জিতলেন এগরার অনিমেষ, লক্ষ্য এবার আরও বড়







