TRENDING:

Migratory Birds: গপগপ করে গিলে খাচ্ছে ৮০০ গ্রামের মাছ! আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশেষ পাখি, ছবি তুলতে বর্ধমানে ছুটে আসছেন কলকাতার চিত্রগ্রাহকরাও

Last Updated:

East Bardhaman Migratory Birds: ৮০০ গ্রাম ওজনের মাছ ধরে খায় এই পাখি। নদীর জল কেটে এই পাখির শিকার করা দেখার সুযোগই যেন হয়ে উঠেছে পর্যটকদের কাছে স্বপ্নের মুহূর্ত। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: শীতের হিমেল হাওয়া নামতেই যেন নতুন করে জেগে উঠেছে পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয়। কুয়াশার চাদর সরিয়ে সাতসকালে ছাড়িগঙ্গায় ভেসে চলেছে নৌকার সারি। কলকাতা, মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকে শুরু করে দূর-দূরান্তের চিত্রগ্রাহকরা ছুটে আসছেন প্রতিনিয়ত। শীত নামলেই পরিযায়ী পাখির আবাসভূমি হিসেবে চুপির সুনাম বহুদিনের, তবে এ বছর যেন উৎসবটা আরও তাড়াতাড়ি শুরু হয়ে গেছে।
advertisement

সব পাখির ভিড় ছাপিয়ে যার জনপ্রিয়তা আকাশছোঁয়া সেটা হল অস্প্রে। ডানা মেলে নেমে এসে নদী থেকে ঝপ করে মাছ তোলার সেই অভিযানের রোমাঞ্চ দেখতেই ভিড় বাড়ছে পাখিরালয়ে। মাঝিরা বলছেন, প্রতিদিন প্রায় ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ ধরে খায় অস্প্রে। নদীর জল কেটে এই পাখির শিকার করা দেখার সুযোগই যেন হয়ে উঠেছে পর্যটকদের কাছে স্বপ্নের মুহূর্ত। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে চিত্রগ্রাহকদের ক্যামেরার শাটার যেন থামছেই না।

advertisement

আরও পড়ুন: সারাদিনের কাজ আধ ঘণ্টাই! শুধু সময় কমানো নয়, আধুনিক যন্ত্রপাতি এনেছে চাষিদের জীবনে আরও অনেক সুযোগ-সুবিধা

View More

চিত্রগ্রাহক সুদীপ ব্যানার্জী বলেন, “এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখা যায় শীতকালে। আমরা যারা কলকাতায় থাকি তাদের জন্য পূর্বস্থলী ছবি তোলার দারুণ জায়গা। অনেক পাখি এসেছে ছবি তুললাম, এখনও আরও পাখি আসবে।” চুপির ছাড়িগঙ্গায় নৌকা ভাড়া করলেই মাঝিরা ঘুরিয়ে দেখান প্রকৃতির এক অন্য দুনিয়া। অস্প্রে ছাড়াও দেখা মেলে গাডওয়াল, রেড-ক্রেস্টেড পচার্ড, শীতসঙ্গী আরও বহু পরিযায়ী পাখীর। নদীর জলে ভাসতে ভাসতে যেদিকে চোখ যায়, সেদিকেই যেন নানা রঙের পাখির মহড়া, কেউ ডানা ঝাপটাচ্ছে, কেউ বা আকাশে উড়ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

একসময় নৌকা মাঝি এবং পাখিদের সবচেয়ে বড় সমস্যা ছিল কচুরিপানা। নদীর বুক ঢেকে নেওয়া সবুজ স্তর নৌকা চলাচল যেমন কঠিন করত, তেমনই বাধা হয়ে দাঁড়াত পাখিদের খাবার খোঁজার পথেও। কিন্তু এ বছর সেই সমস্যা অনেকটাই মিটেছে। মাঝিদের উদ্যোগে ছাড়িগঙ্গা এখন অনেকটাই পরিষ্কার। মাঝিরা বলছেন, “আরও কয়েকদিন পরই আবার নতুন করে পরিষ্কারও করা হবে।” স্থানীয়দের আশা আগের মতোই এবারও রেকর্ড সংখ্যায় ফিরে আসবে পরিযায়ী পাখিরা। কারণ পরিযায়ীদের কাছে চুপি যেন নিরাপদ, শান্ত এক আশ্রয়বাড়ি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, জানুন
আরও দেখুন

স্বর্ণাভ নন্দী নামের এক পর্যটক বলেন, “কলকাতা থেকে দু’বছর পর আবার এসেছি আমরা। শুধুমাত্র অস্প্রে পাখির ছবি তোলার জন্যই এসেছি। ছবিও হয়েছে ভাল, মাছ নিয়েও ছবি উঠেছে।” কলকাতা থেকে একটু পথ পেরিয়েই যেন এক টুকরো স্বর্গ! ঠিক এমনটাই অনুভব করেন পর্যটকরা। শহরের যান্ত্রিকতা, ট্রাফিক, শব্দ সব পিছনে রেখে প্রকৃতির কোলে কিছুটা শান্তির খোঁজে ছুটে আসেন বহু মানুষ। ডানার শব্দ, নৌকার মৃদু দোল, সামনে নদী, আকাশ, সবুজের অপূর্ব মেলবন্ধন, চুপি পাখিরালয় যেন শীতের মরশুমে এক স্বপ্নলোক। এই শীতে চুপি পাখিরালয়ে রেকর্ড ভিড় হবে পাখিদের, এমনটাই আশা করছেন স্থানীয়রা। আর যারা একবার চুপির শীতের রূপ দেখেছেন তাঁরা জানেন, কেন এই জায়গা বছরের সবচেয়ে সুন্দর শীতকালীন গন্তব্যগুলির মধ্যে অন্যতম।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Migratory Birds: গপগপ করে গিলে খাচ্ছে ৮০০ গ্রামের মাছ! আকর্ষণের কেন্দ্রবিন্দু বিশেষ পাখি, ছবি তুলতে বর্ধমানে ছুটে আসছেন কলকাতার চিত্রগ্রাহকরাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল