Agriculture News: সারাদিনের কাজ আধ ঘণ্টাই! শুধু সময় কমানো নয়, আধুনিক যন্ত্রপাতি এনেছে চাষিদের জীবনে আরও অনেক সুযোগ-সুবিধা

Last Updated:

Siliguri Agriculture News: ধান কাটা শেষ হলেই শুরু হয় সবচেয়ে কষ্টসাধ্য পর্ব—ঝারাই-বাছাই অর্থাৎ ধান থেকে খড় আলাদা করার কাজ। দীর্ঘদিন ধরে গ্রামবাংলায় এই প্রক্রিয়াই ছিল সময়সাপেক্ষ আর শ্রমনির্ভর।

+
গ্রামবাংলায়

গ্রামবাংলায় আধুনিক কৃষিযন্ত্রে বিপ্লব!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে এখন যেন উৎসবের আবহ। চারদিকে সোনালি রোদে ঝলমল করছে পাকা ধান, আর সেই ধানের মাঠে দিনভর ব্যস্ত সময় কাটাচ্ছেন এলাকার চাষিরা। ধান পুরোপুরি পেকে ওঠায় শুরু হয়েছে কাটা, জড়ো করা ও শুকোনোর পালা। কোথাও মাঠের মাঝেই সারি করে সাজানো হচ্ছে কাটা ধানের গুচ্ছ, কোথাও আবার বাঁধা হচ্ছে আঁটি—সব মিলিয়ে মাঠজুড়ে শ্রম আর আশার এক সুন্দর মেলবন্ধন।
ধান কাটা শেষ হলেই শুরু হয় সবচেয়ে কষ্টসাধ্য পর্ব—ঝারাই-বাছাই অর্থাৎ ধান থেকে খড় আলাদা করার কাজ। দীর্ঘদিন ধরে গ্রামবাংলায় এই প্রক্রিয়াই ছিল সময়সাপেক্ষ আর শ্রমনির্ভর। শ্রমিকের অভাবের কারণে অনেক সময়ই পড়ত সমস্যায়। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে সেই দৃশ্যপট বদলে দিচ্ছে প্রযুক্তি।
advertisement
advertisement
এখন চাষিদের বড় সহায়ক হয়ে উঠেছে আধুনিক থ্রেসার ও মোটরচালিত ঝারাই-বাছাই মেশিন। এই যন্ত্রের দৌলতে একসময়ের পরিশ্রমসাধ্য কাজ এখন হচ্ছে কয়েকগুণ দ্রুত ও দক্ষতার সঙ্গে। কম শ্রমে, কম সময়ে এবং কম খরচে ধান ছাড়ানোর সুবিধে মিলছে চাষিদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এক স্থানীয় চাষির কথায়, “আগে এক বিঘা ধান ঝারাই করতে পুরো দিন লেগে যেত। এখন আধ ঘণ্টা হলেই হয়ে যায়। খরচও অনেক কম।” কৃষি দফতরের হিসেব বলছে, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎপাদনের ক্ষতি কমেছে, পাশাপাশি বাড়ছে কাজের গতি। বিশেষ করে ছোট এবং মাঝারি চাষিরা সরাসরি লাভবান হচ্ছেন এই প্রযুক্তিগত উন্নতিতে। ফলে সোনালি ধানের মরশুমে গ্রামবাংলার মাঠে এখন শুধু ফসলেরই নয়, খুশিরও সমারোহ। ঘরে উঠছে ধান, আর চাষির মুখে ফুটে উঠছে সন্তুষ্টির হাসি—পরিশ্রমের ফসল যেন আরও উজ্জ্বল হয়ে উঠছে যন্ত্রের সহায়তায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: সারাদিনের কাজ আধ ঘণ্টাই! শুধু সময় কমানো নয়, আধুনিক যন্ত্রপাতি এনেছে চাষিদের জীবনে আরও অনেক সুযোগ-সুবিধা
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement