Agriculture News: মুর্শিদাবাদের ডিজিটাল চাষি! পাখি তাড়াতে বের করলেন অভিনব কৌশল, বুদ্ধির তারিফ করছেন সবাই
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Murshidabad Agriculture News: গমের জমিতে এখন ডিজিটাল মাইক। সব বাজছে 'হ্যাট- হুস, হুস।' এই ভাবেই চিৎকার করতে দেখা গেল এক অভিনব গম চাষের প্রযুক্তিতে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: গমের জমিতে এখন ডিজিটাল মাইক। সব বাজছে ‘হ্যাট- হুস, হুস।’ এই ভাবেই চিৎকার করতে দেখা গেল এক অভিনব গম চাষের প্রযুক্তিতে। গম বোনা মাত্রই পাখির উপদ্রব বেড়ে যায়, ফলে চারা নষ্ট হয়ে যায় বেশির ভাগ সময়। এই সমস্যার সমাধানেই নতুন উদ্যোগ নিলেন জমির মালিক শাইখ হোসেন কারিগর। পাখি তাড়াতে তিনি জমিতে বসিয়েছেন ডিজিটাল মাইক। মাইক থেকে নানা ধরনের শব্দ বেরোচ্ছে, হ্যাট- হুস। যার ফলে পাখিরা ভয়ে জমির উপরে বসতে পারছে না। ফলে গমের চারা রক্ষা পাচ্ছে সহজেই।
এই অভিনব প্রযুক্তি দেখতে এলাকায় ভিড় জমছে। ঘটনাটি মুর্শিদাবাদের নওদা থানার আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের পিছনে কৃষিজমিতে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অন্যান্য চাষিরাও। তাঁদের মত, “এইভাবে পাখি তাড়ানো গেলে ফসল বাঁচবে, ক্ষতি কমবে। এটা সত্যিই প্রশংসনীয় কৌশল।”
advertisement
advertisement
জমির মালিক শাহাদাত সেখ জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে এই মাইক লাগানো হয়েছে। সম্পূর্ণ ব্লুটুথ ডিভাইস মাধ্যমে সারাদিন মাইকে বক্সে এই আওয়াজ করা হচ্ছে। আগে মধুপুর মাঠপাড়ায় দেখে আপ্লুত হয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়। আর এই পদ্ধতির ফলে পাখি বসছে না। আগামী দু’সপ্তাহ ধরে এই মাইক বাজানো হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে এই মাইকের সাহায্য আওয়াজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই প্রথম পাখি তাড়ানোর জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আগে পাখি তাড়ানোর জন্য টিন বাজিয়ে পাখি তাড়ানো হত। তবে এখন আর টিন নয়, সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বক্স বাজিয়ে পাখি তাড়ানোর কৌশল অবলম্বন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে পাখি তাড়ানোর এই অভিনব উদ্যোগ এখন নওদা অঞ্চলের কৃষকদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
December 02, 2025 2:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: মুর্শিদাবাদের ডিজিটাল চাষি! পাখি তাড়াতে বের করলেন অভিনব কৌশল, বুদ্ধির তারিফ করছেন সবাই
