TRENDING:

চিতায় দেহ, শুধু আগুন দেওয়ার অপেক্ষা, হঠাত্‍ হাজির পুলিশ! ‘দাহ হবে না’, কেন? কারণ জানলে শিউরে উঠবেন, মেমারিতে বিরাট কাণ্ড

Last Updated:

চিতায় তোলা হচ্ছিল মহিলার মৃতদেহ। শুধু আগুন ধরানোর অপেক্ষা। হঠাত্‍ই শ্মশানে উপস্থিত হল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: চিতায় তোলা হচ্ছিল মহিলার মৃতদেহ। শুধু আগুন ধরানোর অপেক্ষা। হঠাত্‍ই শ্মশানে উপস্থিত হল পুলিশ। জানিয়ে দিল, এখনই দেহ দাহ করা যাবে না। আগে মৃতদেহের ময়না তদন্ত হবে। বাকি কাজ হবে তারপর। কোথায় ঘটল এমন ঘটনা? শ্মশান থেকে দেহ তুলে নিয়ে এসে ময়না তদন্তে পাঠাল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। পূর্ব বর্ধমানের মেমারি থানার  বড়র গ্রামের ঘটনা।
শ্মশান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালো পুলিশ! কোথায় ঘটলো এমন ঘটনা?
শ্মশান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালো পুলিশ! কোথায় ঘটলো এমন ঘটনা?
advertisement

শনিবার রাতে মেমারি থানার বড়র গ্রামের বাসিন্দা প্রতিমা ক্ষেত্রপালের (৩৮) মৃত্যু হয়। মৃত্যুর পর রবিবার সকালে গ্রামেরই শ্মশানে দেহটি দাহ করতে নিয়ে যায় পরিবারের লোকজন। মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানান হয়, তাদের মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। খবর পেয়ে মেমারি থানার পুলিশ তড়িঘড়ি বড়র গ্রামের শ্মশানে পৌছায়। শ্মশানে পৌঁছে পুলিশ দেখে চিতা সাজানো হয়ে গিয়েছে। মৃতদেহ দাহ করা শুধু সময়ের অপেক্ষা।

advertisement

আরও পড়ুন: থাকে তো সেই একই বারুদ! তাহলে বাকি সব বোম ফাটে মাটিতে, কেবল রকেট কীভাবে আকাশে উড়ে যায় বলুন তো? ফাটায় সবাই, কারণ জানে না ৯৯%

পুলিশ মৃত বধূর বাপের বাড়ির আত্মীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা হঠাৎই অসুস্থ হয়ে মারা যান বলে তাঁর শ্বশুরবাড়ির পক্ষ থেকে জানান হয়। কিন্তু চিকিৎসার কোনও কাগজ বা ডেথ সার্টিফিকেট তাঁরা দেখাতে পারেননি। সে কারণেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ধনতেরাসের দিনেই মহাগোচর! ৩ রাশির বৃহস্পতি তুঙ্গে, কুবেরের কৃপায় কপালে শুরু হবে ধনবর্ষা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের বাঁচাতে ডাকাতি ব্রিটিশ ট্রেনে, রক্ষা পেয়ে ডাকাতদলের হাতে পুজো শুরু 'এই' কালীর
আরও দেখুন

মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, সকালে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিমার মৃত্যু হয়েছে। অথচ কোনও ডেথ সার্টিফিকেট নেই। এই মৃত্যুর পেছনে অন্য কোনও কারণও থাকতে পারে। সত্যিই অসুস্থতার কারণেই মৃত্যু কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। সকালে খবর মেলে মৃতদেহ দাহ করার প্রস্তুতি চলছে। তখনই আমরা মেমারি থানায় যোগাযোগ করি। এরপর শ্মশান থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ তা ময়না তদন্তে পাঠায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চিতায় দেহ, শুধু আগুন দেওয়ার অপেক্ষা, হঠাত্‍ হাজির পুলিশ! ‘দাহ হবে না’, কেন? কারণ জানলে শিউরে উঠবেন, মেমারিতে বিরাট কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল