স্থানীয় বাসিন্দা সাবির উদ্দিন জানান, এই দুটি সজল ধারা পাম্প দীর্ঘ ছয় মাস ধরেই মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ছে। মেরামতির কোন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জল না পেয়ে তাদের অন্য পাড়া থেকে কলসি-ড্রাম নিয়ে জল আনতে হচ্ছে। পাড়ায় থাকা টিউবওয়েলগুলোও বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। বাধ্য হয়ে অনেকেই পুকুরের জল ব্যবহার করছেন, যা স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে।
advertisement
আরও পড়ুন: এবার হয়ত হবে! কাঠের ব্রিজের বদলে পাকা ব্রিজ! সাংসদের পরিদর্শনে আশার আলো দেখছেন এই এলাকার বাসিন্দারা
পূর্ব বর্ধমানের এই পাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও রয়েছে। কেন্দ্রের এক কর্মী জানান, শিশুদের জন্য দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টসাধ্য। সম্প্রতি দুই সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব চলাকালীন পানীয় জল না থাকায় বিশেষ করে মহিলাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীদের দাবি, পঞ্চায়েত দ্রুত হস্তক্ষেপ করে বিকল হয়ে পড়া সজল ধারা পাম্প দুটি মেরামত করুক এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি না হয়, তার জন্য স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক। পানীয় জল মানুষের মৌলিক অধিকার, তবে সেই অধিকার আজ পূর্ব বর্ধমানের এই গ্রামের মানুষ হারিয়ে বসে আছে।
বনোয়ারীলাল চৌধুরী