TRENDING:

East Bardhaman News: গাছ দিয়েই অজগর-গণেশ থেকে কাঁকড়া! কাটোয়ার দিনু দাদুর অবিশ্বাস্য সব সৃষ্টি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন

Last Updated:

East Bardhaman News: দিনু দাদুর নার্সারিতে সাজানো আছে অভিনব সব বনসাই গাছ। কোনওটাকে দেখলে মনে হবে অজগর সাপ কুণ্ডলী পাকিয়ে বসে আছে, কোনওটাকে দেখলে হাঁস, আবার কোনও গাছের ডালপালা ব্যাঙের মতো আকৃতি নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ পূর্ব বর্ধমানের কাটোয়ার ৬৬ বছরের দেবেন্দ্রনাথ চক্রবর্তী, সকলের কাছে দিনু দাদু নামেই পরিচিত। তাঁর নার্সারিতে ঢুকলে বোঝা যায়, গাছ যেন একেকটা জীবন্ত ভাস্কর্য। ছোট্ট টবের মধ্যে কীভাবে গাছকে নানারকম রূপ দেওয়া যায়, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দিনু দাদুর পানুহাটের নার্সারিতে সাজানো আছে অভিনব সব বনসাই গাছ। কোনওটাকে দেখলে মনে হবে অজগর সাপ কুণ্ডলী পাকিয়ে বসে আছে, কোনওটাকে দেখলে হাঁস, আবার কোনও গাছের ডালপালা ব্যাঙের মতো আকৃতি নিয়েছে। এমনকি ছোট্ট টবের ভেতর গাছ দিয়ে তৈরি করেছেন গণেশের অবয়বও!
advertisement

দিনু দাদুর হাতের ছোঁয়ায় সাধারণ গাছও যেন পেয়ে যায় নতুন প্রাণ, নতুন পরিচয়। আসলে এ এক চমৎকার বনসাই শিল্প। যেখানে গাছের স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রেখে শিল্পীর স্পর্শে একে দেওয়া হয় নানারকম নান্দনিক রূপ। গাছের শিকড়, ডাল কিংবা কাণ্ড সবকিছু নিয়েই জন্ম নেয় এক জীবন্ত ভাস্কর্য।

আরও পড়ুনঃ বাবার মৃত্যুর ৬ মাসের মধ্যে চলে গেল ছেলে! ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি, শোকে পাথর পরিবার

advertisement

ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা দিনু দাদুকে আজ করে তুলেছে গাছ শিল্পী। বাড়িতেই তিনি সংরক্ষণ করে রেখেছেন নানারকম প্রজাতির গাছ। তাঁর অদ্ভুত সৃষ্টি দেখে মুগ্ধ হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা মানুষ। দিনু দাদু এই বিষয়ে জানিয়েছেন, “শখের দাম লাখ টাকা। বনসাই গাছ যে বুঝবে সেই কিনবে। সকলের জন্য প্রযোজ্য নয়। বনসাই শিল্পটাকে নিয়ে আমি চিন্তা করছি খুব সীমিত জায়গার মধ্যে একটা ভালো জিনিস কে দেখানো। ধরুন একটা গাছ পুরনো হয়ে গেলে তার যে আকৃতিটা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের গাছকে আমি নানা রূপে রূপান্তরিত করেছি।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এত মেশিন, এত উন্নতি! তবুও পুরনো রীতিতে ভরসা রেখে মাঠে লক্ষ্মীপুজো করেন কৃষকরা
আরও দেখুন

কলকে গাছকে কাঁকড়ার রূপ, শ্বেতশিমুলকে অজগর সাপের অবয়ব, আবার কোনও গাছ দেখলে মনে হবে মোটরসাইকেলের টিউব। এমন আরও অসংখ্য গাছকে দিয়েছেন অনন্য নকশা। নিজের বাড়ি বা ফ্ল্যাট সাজানোর জন্য এখন কয়েক হাজার টাকাতেও বিক্রি হচ্ছে এই দুষ্প্রাপ্য বনসাই গাছ। এ যেন প্রকৃতি আর শিল্পীর হাতের অসাধারণ এক মিলন, আর সেই জাদুকর শিল্পী হলেন কাটোয়ার দিনু দাদু। তাঁর বনসাই শিল্প এখন ভাইরাল হওয়ার মতোই এক চমকপ্রদ আকর্ষণ!

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: গাছ দিয়েই অজগর-গণেশ থেকে কাঁকড়া! কাটোয়ার দিনু দাদুর অবিশ্বাস্য সব সৃষ্টি, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল