দিনু দাদুর হাতের ছোঁয়ায় সাধারণ গাছও যেন পেয়ে যায় নতুন প্রাণ, নতুন পরিচয়। আসলে এ এক চমৎকার বনসাই শিল্প। যেখানে গাছের স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রেখে শিল্পীর স্পর্শে একে দেওয়া হয় নানারকম নান্দনিক রূপ। গাছের শিকড়, ডাল কিংবা কাণ্ড সবকিছু নিয়েই জন্ম নেয় এক জীবন্ত ভাস্কর্য।
আরও পড়ুনঃ বাবার মৃত্যুর ৬ মাসের মধ্যে চলে গেল ছেলে! ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি, শোকে পাথর পরিবার
advertisement
ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা দিনু দাদুকে আজ করে তুলেছে গাছ শিল্পী। বাড়িতেই তিনি সংরক্ষণ করে রেখেছেন নানারকম প্রজাতির গাছ। তাঁর অদ্ভুত সৃষ্টি দেখে মুগ্ধ হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা মানুষ। দিনু দাদু এই বিষয়ে জানিয়েছেন, “শখের দাম লাখ টাকা। বনসাই গাছ যে বুঝবে সেই কিনবে। সকলের জন্য প্রযোজ্য নয়। বনসাই শিল্পটাকে নিয়ে আমি চিন্তা করছি খুব সীমিত জায়গার মধ্যে একটা ভালো জিনিস কে দেখানো। ধরুন একটা গাছ পুরনো হয়ে গেলে তার যে আকৃতিটা সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের গাছকে আমি নানা রূপে রূপান্তরিত করেছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কলকে গাছকে কাঁকড়ার রূপ, শ্বেতশিমুলকে অজগর সাপের অবয়ব, আবার কোনও গাছ দেখলে মনে হবে মোটরসাইকেলের টিউব। এমন আরও অসংখ্য গাছকে দিয়েছেন অনন্য নকশা। নিজের বাড়ি বা ফ্ল্যাট সাজানোর জন্য এখন কয়েক হাজার টাকাতেও বিক্রি হচ্ছে এই দুষ্প্রাপ্য বনসাই গাছ। এ যেন প্রকৃতি আর শিল্পীর হাতের অসাধারণ এক মিলন, আর সেই জাদুকর শিল্পী হলেন কাটোয়ার দিনু দাদু। তাঁর বনসাই শিল্প এখন ভাইরাল হওয়ার মতোই এক চমকপ্রদ আকর্ষণ!





