TRENDING:

East Bardhaman News: বর্ধমানে ভয়াবহ অগ্নিকাণ্ড! কাটোয়া-ব্যান্ডেল শাখার রেলপথের খানিক দূরেই মারাত্মক ঘটনা, দাউ দাউ করে জ্বলে উঠল আগুন

Last Updated:

East Bardhaman News: এদিক যেখানে অগ্নিকাণ্ড ঘটেছিল, সেই এলাকার বেশ খানিকটা দূরেই রয়েছে কাটোয়া ব্যান্ডেল শাখার রেলপথ। আগুন লাগার খবর পেয়ে কালনা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা এসে রাত সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ ভরসন্ধ্যায় পূর্ব বর্ধমানে হঠাৎ অগ্নিকাণ্ড। পারুলডাঙা ও গোয়ালপাড়ার মধ্যবর্তী জায়গায় ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর কালনা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়। তাঁরা এসে রাত সাড়ে আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
দাউ দাউ করে আগুন জ্বলছে
দাউ দাউ করে আগুন জ্বলছে
advertisement

জানা গিয়েছে, স্থানীয় এক ব্যক্তি সেখানে বিভিন্ন ভাঙাচোরা কেনাবেচার ব্যবসা করেন। ওই ব্যক্তির কিছু জিনিস ওই এলাকায় থাকে। এছাড়া পাশে পড়ে আছে বেশ কিছু বস্তা এবং নোংরা আবর্জনা। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বস্তা এবং ভাঙাচোরা বেশ কিছু জিনিসে আগুন লেগে যায়।

আরও পড়ুনঃ কাটোয়া জুড়ে সারের কালোবাজারি! চাষিদের গুনতে হচ্ছে বাড়তি টাকা, বড় পদক্ষেপ নিল জাতীয় কংগ্রেস নেতৃত্ব

advertisement

এরপর সেখান থেকে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এদিকে এই এলাকার বেশ খানিকটা দূরেই রয়েছে কাটোয়া ব্যান্ডেল শাখার রেলপথ। স্থানীয় এলাকাবাসী জানাচ্ছেন, যে ব্যক্তির জায়গা, তিনি এই জায়গাটি ঘিরে নিক এবং স্থানীয় এলাকায় যিনি ব্যবসা করেন তিনিও তাঁর নিজস্ব জায়গায় ব্যবসা করুক। প্রশাসন এই বিষয়টি দেখুক। নাহলে ফের দুর্ঘটনা ঘটবে।

সেরা ভিডিও

আরও দেখুন
এসি লোকালের দরজা খুলে গেল প্ল্যাটফর্মে,স্মার্টভাবে উঠল ১০ বছরের ভিক্ষুক খুদেটি,তারপর যা হল
আরও দেখুন

এদিন সন্ধ্যাবেলায় পারুলডাঙা ও গোয়ালপাড়ার মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কালনা দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাবাসীর দাবি, এই ব্যক্তির যে জায়গা তিনি সেটি ঘিরে নিক এবং ব্যবসায়ী ব্যক্তি নিজস্ব জায়গায় ব্যবসা করুক। প্রশাসন এই বিষয়টি দেখুক। নাহলে আবারও দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানে ভয়াবহ অগ্নিকাণ্ড! কাটোয়া-ব্যান্ডেল শাখার রেলপথের খানিক দূরেই মারাত্মক ঘটনা, দাউ দাউ করে জ্বলে উঠল আগুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল