বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় ফুচকা বিক্রি করেন স্বামী-স্ত্রী রানা দাস ও বিকাশ দাস। বছর পাঁচেক আগে বিকাশ দাসের শারীরিক অসুস্থতার কারণে অপারেশনের পর কর্মহীন হয়ে পড়েছিলেন। তখন থেকেই শুরু এই ফুচকার দোকান। বর্তমানে কম বেশী সকলেই প্রায় চেনেন এই দোকান। বিকেল পাঁচটা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত খোলা থাকে দোকান আর দোকান খোলা থেকে বন্ধ করা পর্যন্ত ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন দু’জনেই।
advertisement
দোকান মালিক রানা দাস জানান, “পাঁচ বছর আগে আমার স্বামীর অপারেশন হয়, খুব চিন্তায় পড়ে যায় কী কাজ করব, তখনই ভাবনা আসে ফুচকার দোকান করব। সেই থেকে আমাদের এই দোকান। বর্তমানে আমাদের দোকানে এক টাকা পাঁচটা ফুচকা, ১০ টাকায় স্পেশ্যাল ফুচকা দেওয়া হয়।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এমন সুবিধা পাওয়ার জন্য রয়েছে একটি শর্ত, দোকান খোলার পরে যে ক্রেতা প্রথম আসবেন শুধু মাত্র তাকেই দেওয়া হবে এই অফারটি। বিকাশ দাসের অসুস্থতার পর কর্মহীনতা থেকে শুরু করে আজ এই জনপ্রিয়তা, রানা ও বিকাশ দাসের এই ফুচকার দোকানটি যে তাদের অদম্য মনোবল ও ভালবাসার এক সাক্ষী।





