TRENDING:

Easy way to earn Money: বাড়ির সামনের ছোট্ট জলাশয় বা চৌবাচ্চা ভাগ্য বদলে দিতে পারে, হাতে আসবে অনেক টাকা

Last Updated:

Easy way to earn Money: বাড়ির সামনের ছোট্ট জলাশয় বা চৌবাচ্চা ভাগ্য বদলে দিতে পারে বেকার যুবক-যুবতীদের। এই চাষ করলেই অল্পদিনে রোজগার হবে দ্বিগুণ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: বাড়ির সামনের ছোট্ট জলাশয় বা চৌবাচ্চা ভাগ্য বদলে দিতে পারে বেকার যুবক-যুবতীদের। এই চাষ করলেই অল্পদিনে রোজগার হবে দ্বিগুণ। বর্তমান সময়ে বেকার সমস্যা দেশ জুড়ে। সুষ্ঠু কর্মসংস্থানের অভাবে শিক্ষিত যুবক-যুবতীরা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে। কিন্তু বাড়ির সামনে ছোট জলাশয় বা চৌবাচ্চা থেকেই সহজেই স্বনির্ভর হওয়া যায় রঙিন মাছ চাষ করে।
advertisement

বাড়ি রেস্তোঁরা বা অফিস সব জায়গাতেই শৌখিনতার অঙ্গ হিসাবে শোভা পায় অ্যাকোয়ারিয়াম। গোল্ড ফিশ, ফাইটার সহ নানা ধরণের মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা হয়। বর্তমানে দিন দিন বাড়ছে এই অ্যাকোয়ারিয়ামে মাছ রাখার প্রবণতা। ফলে বাজারে চাহিদা রয়েছে নানান ধরণের অ্যাকোয়ারিয়াম ফিশের। তাই এই মাছ বাণিজ্যিকভাবে চাষ করা অত্যন্ত লাভজনক। কম পরিচর্যায় আর কম মূলধনে বাড়ির সামনে জলাশয় এমনকি চৌবাচ্চায় রঙিন মাছ চাষ করা যায়। তাই গোল্ড ফিস থেকে টাইগার বা মলি নানান ধরণের অ্যাকোয়ারিয়ামের মাছ চাষ করে স্বনির্ভর হওয়া যায়।

advertisement

আরও পড়ুন –  Get rid of mosquito in 5 minutes: ঘরোয়া উপায়েই ছুমন্তর মশা, দরকার নেই দামি দামি অল আউট থেকে গুড নাইট

অ্যাকোরিয়ামের মাছ চাষ করার বিষয়ে নন্দীগ্রাম ১ ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু জানান, ‘‘বাড়ির উঠোনের সামনে ২৪ স্কোয়ার ফিট একটি চৌবাচ্চা বানালে তাতে সহজেই গোল্ডফিশ বাণিজ্যিকভাবে চাষ করা যায়। সামান্য পরিচর্যার মাধ্যমে দ্রুতই বেড়ে ওঠে গোল্ডফিশ।’’ বর্তমানে গোল্ডফিশের বাজার মূল্য ৫০ প্রতি পিস থেকে শুরু হয়৷ এছাড়া করে নানা প্রজাতির নানা ধরণের দাম থাকে। ফলে চাষ অত্যন্ত লাভজনক। শুধু গোল্ডফিশ নয়, এর পাশাপাশি অ্যাকোয়ারিয়ামের নানা ধরণের রঙিন মাছ চাষ কম দিনে ও পরিশ্রমে সহজেই সহজেই চাষ করা যায়। তাই এই চাষ অত্যন্ত লাভজনক।

advertisement

View More

আরও পড়ুন –  Rohit on Mumbai AIQ: ‘আমাদের সন্তানদের ভয়হীণ হয়ে বাঁচার অধিকার’… বিশ্বকাপের মধ্যে এ কী বললেন রোহিত

বর্তমান সময়ে বহু বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের উদ্যোগ অভাবে অনেকটাই দিশাহারা। ফলে বাড়ির ছোট্ট জায়গায় কম দিনে ও কম পরিশ্রমে রঙিন মাছের চাষ তাদের স্বনির্ভর করে তুলবে। শুধু বেকার যুবক-যুবতীরা নয়, বিভিন্ন পেশার মানুষজন যারা বিকল্প পেশার সন্ধান করছেন বা বাড়ির মহিলাদেরও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে রঙিন মাছের চাষ অত্যন্ত লাভজনক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Easy way to earn Money: বাড়ির সামনের ছোট্ট জলাশয় বা চৌবাচ্চা ভাগ্য বদলে দিতে পারে, হাতে আসবে অনেক টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল