রিয়ালিটি শো’য়ে দূর্দান্ত প্রদর্শনের পর সাম্প্রতিক একটি চলচ্চিত্রতে ‘প্লে-ব্যাক সিঙ্গার’ হিসেবে গান গাইতে চলেছেন বাঁকুড়ার এই তনয়া। শুধু বাঁকুড়া বা কলকাতা নয়! আরাত্রিকার কন্ঠে মজেছে সকল বঙ্গবাসী। বাঁকুড়ায় ফিরে আরাত্রিকার গলায় কৃতজ্ঞতার সুর।
advertisement
তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে বেড়েছে নেগেটিভিটিও। আরাত্রিকার বাবা সৌম্য সিনহা জানিয়েছেন যে তাদের মন্তব্য বিকৃত করে ডিজিটাল মাধ্যমে ভুল সম্প্রচার করা হয়েছে, যার জন্য বাঁকুড়ার আরাত্রিকাকেও সোশ্যাল মিডিয়ায় নেগেটিভিটির শিকার হতে হচ্ছে। তাছাড়াও জোর করে বসানো হচ্ছে রাজনৈতিক তকমা!
যদিও রাজনীতির কিছুই বোঝেন না আরাত্রিকা। আরাত্রিকার বাবা সৌম্য সিনহা বলেন, “আমার মেয়ে গান বোঝে, রাজনীতি বোঝে না। পাশাপাশি আরত্রিকা এবং আমাদের পুরো পরিবার খুব খুশি জনপ্রিয় রিয়ালিটি শো’য়ের কাছে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য।”
আরাত্রিকা চায় ভবিষ্যতে সঙ্গীতকে নিয়েই এগিয়ে যেতে। এই একই চাওয়া তার পরিবারেরও। আরাত্রিকা সিনহার বাবা সৌম্য সিনহা বলেন আরত্রিকার কাঁচা বয়সকে বিবেচনা করে সঙ্গীত চর্চার পাশাপাশি পড়াশোনাটাও যাতে সঠিক ভাবে করতে পারে সেই চিন্তাই করা হচ্ছে আপাতত। সামনেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। জীবনের বড় পরীক্ষাগুলির কথা ভেবে আরাত্রিকা এবং সিনহা পরিবার একটি ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছেন যেখানে সঙ্গীত হবে পাখির চোখ এবং শিক্ষা হবে আবহ।
নীলাঞ্জন ব্যানার্জী