TRENDING:

Bankura News: রিয়‍্যালিটি শোয়ের পর এবার প্লেব‍্যাক! ‘ভবিষ‍্যতের শ্রেয়া, অলকা’ হওয়ার লক্ষ‍্যে বাঁকুড়ার কন‍্যা

Last Updated:

রিয়‍্যালিটি শোয়ে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে বাঁকুড়ার কন‍্যা আরাত্রিকা সিনহা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: রিয়‍্যালিটি শোয়ে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে বাঁকুড়ার কন‍্যা আরাত্রিকা সিনহা। আরাত্রিকার গলার মধুর আওয়াজে মন কেড়েছে বঙ্গবাসীর। সাম্প্রতিক কলকাতার একটি জনপ্রিয় রিয়ালিটি শো’তে বাঁকুড়ার একমাত্র প্রতিযোগী হিসাবে ফাইনালিস্ট হয় আরাত্রিকা। এবার প্লে ব‍্যাকের জগতেও পা রাখতে চলেছে বাঁকুড়া গার্লস হাই স্কুলের ছাত্রী আরাত্রিকা।
advertisement

রিয়ালিটি শো’য়ে দূর্দান্ত প্রদর্শনের পর সাম্প্রতিক একটি চলচ্চিত্রতে ‘প্লে-ব্যাক সিঙ্গার’ হিসেবে গান গাইতে চলেছেন বাঁকুড়ার এই তনয়া। শুধু বাঁকুড়া বা কলকাতা নয়! আরাত্রিকার কন্ঠে মজেছে সকল বঙ্গবাসী। বাঁকুড়ায় ফিরে আরাত্রিকার গলায় কৃতজ্ঞতার সুর।

আরও পড়ুন: ৮ দিনের জন‍্য গিয়ে মহাকাশে আটকে ৯ মাস? কোনও তাজা খাবার নেই, কী খেয়ে বেঁচেছিলেন সুনীতারা? জানলে চমকে যাবেন

advertisement

তবে জনপ্রিয়তা বাড়ার সঙ্গে বেড়েছে নেগেটিভিটিও। আরাত্রিকার বাবা সৌম্য সিনহা জানিয়েছেন যে তাদের মন্তব্য বিকৃত করে ডিজিটাল মাধ্যমে ভুল সম্প্রচার করা হয়েছে, যার জন্য বাঁকুড়ার আরাত্রিকাকেও সোশ‍্যাল মিডিয়ায় নেগেটিভিটির শিকার হতে হচ্ছে। তাছাড়াও জোর করে বসানো হচ্ছে রাজনৈতিক তকমা!

View More

যদিও রাজনীতির কিছুই বোঝেন না আরাত্রিকা। আরাত্রিকার বাবা সৌম্য সিনহা বলেন, “আমার মেয়ে গান বোঝে, রাজনীতি বোঝে না। পাশাপাশি আরত্রিকা এবং আমাদের পুরো পরিবার খুব খুশি জনপ্রিয় রিয়ালিটি শো’য়ের কাছে এমন একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য।”

advertisement

আরও পড়ুন: হুড়মুড়িয়ে নামবে শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া! ১ ঘণ্টায় প্রবল দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণের ৪ জেলায়

আরাত্রিকা চায় ভবিষ্যতে সঙ্গীতকে নিয়েই এগিয়ে যেতে। এই একই চাওয়া তার পরিবারেরও। আরাত্রিকা সিনহার বাবা সৌম্য সিনহা বলেন আরত্রিকার কাঁচা বয়সকে বিবেচনা করে সঙ্গীত চর্চার পাশাপাশি পড়াশোনাটাও যাতে সঠিক ভাবে করতে পারে সেই চিন্তাই করা হচ্ছে আপাতত। সামনেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। জীবনের বড় পরীক্ষাগুলির কথা ভেবে আরাত্রিকা এবং সিনহা পরিবার একটি ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছেন যেখানে সঙ্গীত হবে পাখির চোখ এবং শিক্ষা হবে আবহ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: রিয়‍্যালিটি শোয়ের পর এবার প্লেব‍্যাক! ‘ভবিষ‍্যতের শ্রেয়া, অলকা’ হওয়ার লক্ষ‍্যে বাঁকুড়ার কন‍্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল