বৃষ্টি-দুর্যোগ কেটে গেলে বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুর শহরের ১৮নং ওয়ার্ডের নিউ সেটেলমেন্ট এলাকার রাবণ পোড়া মাঠে সুষ্ঠুভাবেই রাবণ বধ বা রাবণ দহন অনুষ্ঠান আয়োজিত হয়। হায়দরাবাদের আতশবাজি প্রদর্শনী ঘিরে ব্যাপক উৎসাহ ছিল উপস্থিত হাজার হাজার দর্শকদের মধ্যে।
advertisement
রিমোট কন্ট্রোলের সাহায্যে রাবণ দহন বা রাবণ বধ করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। মূলত, প্রতীকী রাবণ তৈরি করে আতশবাজি লাগিয়ে তাকে পোড়ানো হয়। বিজয়া দশমীর দিন এই উৎসব পালিত হয় রেল শহর খড়্গপুরে। প্রতিবছরের মতো এবছরও আয়োজন করা হয়েছিল রাবণ দহন উৎসবের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সুপার-সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা দশেরা কমিটির সভাপতি প্রদীপ সরকার-সহ অন্যান্যরাও। উল্লেখ্য যে, খড়্গপুর শহরের এই ঐতিহ্যমণ্ডিত দশেরা উৎসব বা রাবণ বধ অনুষ্ঠান উপলক্ষে আগেই শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মিনি ইন্ডিয়া খড়্গপুরে প্রায় শতবর্ষ প্রাচীন এই রাবণ দহন উৎসবকে ঘিরে শুধু খড়্গপুরের নয় জেলার বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।