TRENDING:

Purulia News: উৎসবের মরশুমে এ কী কাণ্ড পুরুলিয়ায়! এই প্রথমবার এমনটা ঘটল, জানলে চমকে যাবেন আপনিও

Last Updated:

Purulia News: উৎসবের দিনগুলোতেও এক প্রকার পর্যটক শূণ্য অযোধ্যা পাহাড় , দুশ্চিন্তায় ব্যবসায়ীরা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: পর্যটনের নিরিখে গুরুত্বপূর্ণ একটি জেলা হল পুরুলিয়া। ‌এই জেলার আনাচে-কানাচে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। বৈচিত্রপূর্ণ এই জেলায় কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই জেলার রূপ পরিবর্তন হয়‌। তাই বছরে যে কোনও ঋতুতেই পর্যটকেরা পুরুলিয়া বেড়াতে আসেন। দুর্গোৎসবের এই সময় প্রতিবছরই পর্যটকদের ঢল নামে পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে। টানা কয়েকটা দিনের ছুটিতে অনেকেই প্ল্যান করেন লালমাটির এই জেলায়। তবে এবছরের চিত্রটা অনেকটাই অন্যরকম। ‌
advertisement

এবছর প্রায় পর্যটক শূন্য পুরুলিয়া অযোধ্যা পাহাড় আর তাতেই মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। অন্যান্য বছরের মত এ-বছর বুকিং নেই অযোধ্যা পাহাড়ের হোটেল হোমস্টে ও রিসোর্ট গুলিতে।‌এ বিষয়ে বাগমুন্ডি লজ ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত চন্দ্র কুমার বলেন , অন্যান্য বছরগুলিতে এই সময় যে পরিমাণ পর্যটকদের ঢল দেখা যায় তা এ বছর নেই বললেই চলে। আমরা যতখানি পর্যটকদের আসার কথা ভেবেছিলাম সে রকম হয়নি বললেই চলে।

advertisement

আরও পড়ুন-        ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুঃসময়…! বুধের রাজকীয় চালে চরম সঙ্কটে ৩ রাশি, আয়-উন্নতিতে বাধা, উথাল-পাথাল জীবন!

এই পর্যটন শিল্পের সঙ্গে আমরা যারা যুক্ত তারা সেই কারণে অনেকটাই সমস্যার মধ্যে পড়েছি। এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ তরফ থেকে জানা গিয়েছে , রাজ্যে ঘটে যাওয়া আরজি করের ঘটনার প্রভাব অনেকটাই পড়েছে পুরুলিয়ার পর্যটন ব্যবসায়। প্রতিবছর তাদের হোটেল ও রিসোর্ট গুলিতে অনেক আগে থেকে বুকিং থাকে।

advertisement

View More

আরও পড়ুন-        শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

এ বছর পুজোর মুখোমুখি সময়তে এসেও বুকিং সেভাবে নেই। শারদ উৎসবের শেষ মুহুর্তে এসেও পর্যটকদের দেখা সেভাবে নেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। এছাড়াও পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্র গুলিতেও সেভাবে পর্যটকদের দেখা নেই। তাই মন ভার পর্যটন ব্যবসায়ীদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: উৎসবের মরশুমে এ কী কাণ্ড পুরুলিয়ায়! এই প্রথমবার এমনটা ঘটল, জানলে চমকে যাবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল