কলেজ সূত্রে খবর, কলেজের হস্টেলের চতুর্থ তলে কিছু কাজ চলছিল। হস্টেলের চতুর্থ তলে তাই এখনও ছাত্রদের থাকার ব্যবস্থা করা হয়নি। এদিন কাজের সময়ই হস্টেলের একটি রুম থেকে দুর্গন্ধ পেয়ে সেই রুমের দরজা খোলা হয়। তখনই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে মৃত সৌরভ কুমারের দেহ।
আরও পড়ুন:
advertisement
দেহটিতে পচন ধরে গিয়েছিল বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ওই ছাত্রকে গত একুশে অগাস্টের পর থেকে আর দেখা যায়নি। তারপরে কলেজ কর্তৃপক্ষ খবর দেয় ওই পড়ুয়ার অভিভাবকদের। তারা কলেজে এসে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপর দুর্গাপুর এনটিপিএস থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। তার মধ্যেই ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়েছে। কলেজ সূত্রে খবর, তৃতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রের বন্ধু সংখ্যা খুব কম ছিল। খুব বেশি মেলামেশা করত না কারও সঙ্গে। ক্লাস বাদ দিয়ে বেশিরভাগ সময় হস্টেলে কাটাতেন। কিন্তু কিভাবে এমন ঘটনা হল, তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Nayan Ghosh
(DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))