আরও পড়ুন: এই গ্রামে এলে পাবেন কাঠের তৈরি দুর্দান্ত সব জিনিস, দাম নাগালের মধ্যেই
সূত্রের খবর, জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩ ডিসেম্বর শুরু হবে দুর্গাপুর উৎসব। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের ১৫ দিনই নানান নামিদামি শিল্পীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দুর্গাপুর উৎসবের সূচনা করা হবে বলে খবর। যা শহরবাসীর কাছে এক বিরল দৃশ্য হয়ে থাকবে। পাশাপাশি রয়েছে আরও নানান আয়োজন।
advertisement
আয়োজকদের দাবি, এই দুর্গাপুর উৎসব শহরবাসীর কাছে এক নতুন উৎসব হয়ে ধরা দেবে। যার জন্য বছরভর অপেক্ষা করবেন শহরের মানুষ। এই উৎসব শহরের সাংস্কৃতিক পরিবেশকে পরিপূর্ণ করবে। তেমনভাবেই এই উৎসব, মেলার মধ্যে দিয়ে ব্যবসায়ীদের কাছে উপার্জনের নতুন পথ খুলে যাবে। স্থানীয় যে সমস্ত হস্তশিল্পীরা রয়েছেন বা যারা নিজেদের প্রতিভা সকলের সামনে তুলে আনতে চান, তাঁরাও একটি বড় মঞ্চ পাবেন।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দুর্গাপুর উৎসবের আয়োজন হওয়ায় খুশি শহরের মানুষজন। সকলেই মুখিয়ে রয়েছেন উৎসবের সূচনার দিকে। অন্যদিকে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে চলছে উৎসব শুরু হওয়ার আগেল মুহূর্তের প্রস্তুতি। মেলা ময়দান সাজিয়ে তোলা হচ্ছে নানান রঙিন আলপনায়। উৎসবের জন্য চলছে মঞ্চ তৈরির কাজ। একই সঙ্গে ব্যবসায়ীদের জন্য স্টল তৈরি হচ্ছে। সবমিলিয়ে আগামী রবিবার থেকে নতুন উৎসবের দিকে তাকিয়ে রয়েছেন মানুষ।
নয়ন ঘোষ