TRENDING:

প্রায় ৪০০ বছর প্রাচীন দুর্গাপুজো! ৪০০ বছর পুরনো পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে... সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিশেষ 'ভোগ'

Last Updated:

মুর্শিদাবাদের অন্যতম দুর্গাপুজো হল ৪০০ বছর পুরনো আটপলগাছি বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের দুর্গাপুজো। যাকে ঘিরে এলাকায় উন্মাদনা থাকে তুঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় রয়েছে প্রাচীন দুর্গাপুজো। মুর্শিদাবাদের অন্যতম দুর্গাপুজো হল ৪০০ বছর পুরনো আটপলগাছি বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের দুর্গাপুজো। যাকে ঘিরে এলাকায় উন্মাদনা থাকে তুঙ্গে।
advertisement

বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের এক সদস্য অজয় বন্দ্য়োপাধ্য়ায় জানান, দীর্ঘ ৪০০ বছর পূর্বে এই এলাকায় দুর্গাপুজো হত না। হঠাৎ পূর্বপুরুষরা স্বপ্নাদেশ পান মন্দির সংলগ্ন একটি বিল, যা বিল ভাগীরথী নদীর সঙ্গে যুক্ত আছে, সেই বিলে পরিবারের সমস্ত সদস্যদের সঙ্গে নিয়ে বাজনা বাজিয়ে মাকে আহ্বান করে নিয়ে আসা হবে। সেই বিলের সামনে পরিবারের সেই সময়কার সদস্যরা উপস্থিত হয়ে ভক্তি ভরে মাকে আহ্বান করতে থাকেন। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরে একটি ঘট সেই জলে ভেসে আসে তার ওপরে একটি জবা ফুল। সেই ঘরটিকে সেখান থেকে ভক্তি ভরে নিয়ে গিয়ে মন্দিরের বেদীর তলেই প্রতিষ্ঠা করা হয়।

advertisement

আরও পড়ুনঃ নয়ডা নয়, বিভাস অধিকারীর প্রতারণা চক্রের বীজ বপন শুরু হয় বাংলার এই জায়গা থেকে! চাঞ্চল‍্যকর তথ‍্য

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহালয়ার পর প্রতিপদের ঘট ভরা থেকেই শুরু হয় দুর্গাপুজো। দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেকদিনই অন্ন ভোগের সঙ্গে মাছের ভোগ দিতে হয়। এমনকি অষ্টমীর দিনও মাছের ভোগ দেওয়া হয় মা দুর্গাকে। এই মন্দিরে মা দেবী মূর্তিতেই পুজিত হন। পূর্বপুরুষ থেকেই সমস্ত নিয়ম-নিষ্ঠা একই রেখে মায়ের পুজো সাড়ম্বর এই চলে আসছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রায় ৪০০ বছর প্রাচীন দুর্গাপুজো! ৪০০ বছর পুরনো পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে... সপ্তমী থেকে নবমী পর্যন্ত বিশেষ 'ভোগ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল