TRENDING:

Durga Puja Travel 2023: পুজোয় ঘুরে আসুন মাইথন! খরচ মাত্র ২৫০ টাকা! দারুণ থাকা খাওয়ার ব্যবস্থা!

Last Updated:

Durga Puja Travel 2023: দারুণ সুযোগ! মাত্র ২৫০ টাকায় মাইথনে থাকুন! কী করতে হবে জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : পুজোয় ছোটখাট ট্রিপ হিসেবে ঘুরে আসতে পারেন মাইথন থেকে। এখানে এলেই আপনি জমিয়ে উপভোগ করতে পারবেন দামোদরের সৌন্দর্য। মূলত পিকনিক ডিস্টিনেশন হিসেবে মাইথন বিশেষভাবে পরিচিত। কিন্তু বর্ষা চলে গেলে শরতে অন্য রূপে ধরা দেয় মাইথন। জেলার একদম শেষ প্রান্তে মাইথন থেকে আপনি হাঁটতে হাঁটতে ঘুরে আসতে পারেন পড়শি রাজ্য ঝাড়খন্ড থেকে। মাইথনে এসে যদি রাত্রিবাস করতে চান, তাহলেও কোনও চিন্তা নেই। আপনার হাতের কাছে কম খরচে রয়েছে সুযোগ।
advertisement

মাইথনের কম খরচে রাত্রিবাসের সবচেয়ে ভাল ঠিকানা হতে পারে মাইথন যুব আবাস। যেখানে মাত্র ২৫০ টাকা খরচ করেই আপনি এক রাত থাকতে পারেন। আপনি যদি একা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে চান, তাহলে নিশ্চিন্তে থাকতে পারেন মাইথন যুব আবাসে। এই যুব আবাসে রয়েছে ডরমেটরি। মাত্র আড়াইশো টাকায় আপনি এই ডরমেটরিতে রাত কাটাতে পারবেন। তবে যাবার আগে অবশ্যই বুক করে রাখতে ভুলবেন না। স্পট বুকিং এখানে হয়। কিন্তু যদি সমস্ত আসন ভর্তি হয়ে থাকে, তাহলে আপনাকে বুকিং দেওয়া হবে না। তাই আগে থেকে বুকিং করে রাখা ভাল।

advertisement

আরও পড়ুন: 

যদিও এই ইয়ুথ হোস্টেলে ডরমেটরি ছাড়াও পরিবার নিয়ে থাকার সুযোগ রয়েছে। এখানে রয়েছে ডবল বেড এসি রুম, ডিলাক্স এসি রুম এবং ভিআইপি রুম। প্রত্যেকটির ভাড়া সাধ্যের মধ্যে। তাছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য ভাবে ভরা সিজন হোক অথবা অফ সিজন, সবসময় ভাড়া একই থাকে। আপনি ইয়ুথ হোস্টেল বুক করতে চাইলে অনলাইনে বুক করতে পারেন। অথবা মৌলালি যুব কেন্দ্র থেকেও ভোগ করতে পারেন।

advertisement

অনলাইন বুকিং এর জন্য ক্লিক করুন এই লিঙ্কে:-   https://youthhostelbooking.wb.gov.in/pages/SearchAvailability.aspx

আরও পড়ুন: কাঁচা লঙ্কা খাওয়া ভাল না খারাপ! চিকিৎসকের মত জানলে ভয় হবে!

অনলাইনে বুকিং করে যাওয়া সব থেকে সুবিধা। ইয়ুথ হোস্টেলে থাকলে আপনার যেমন নিরাপত্তা সুনিশ্চিত থাকবে, তেমনি নিশ্চিন্তে ঘুরতেও পারবেন। তাছাড়া মাইথনের জলাধার থেকে হাঁটা পথে এই যুব আবাসে অবস্থিত। আপনার হোটেল থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথেই আপনি মাইথন ড্যামের সামনে পৌঁছে যাবেন। দুপাশে সবুজ জঙ্গল, ছোট ছোট পাহাড় আর মাইথন জলাধরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হেঁটে হেঁটে ঘুরে আসতে পারবেন ঝারখন্ড থেকে। আবার রাতের মায়াবী মাইথন উপভোগ করতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel 2023: পুজোয় ঘুরে আসুন মাইথন! খরচ মাত্র ২৫০ টাকা! দারুণ থাকা খাওয়ার ব্যবস্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল