TRENDING:

Durga Puja 2025: বীরভূমের ইলামবাজার জুড়ে দুর্গা পুজোর থিমের রমরমা, ঐতিহ্যের সঙ্গে মিশছে আধুনিকতা

Last Updated:

Durga Puja 2025- বীরভূমের মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় কয়েকশো দুর্গা পুজো হয়ে থাকে। ঠিক তেমনি বীরভূমের ইলামবাজারে দুর্গোৎসব যেন ঐতিহ্য থিম আর সমাজসচেতনতার মেলবন্ধন। একদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম,সৌভিক রায়: বীরভূমের মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় কয়েকশো দুর্গা পুজো হয়ে থাকে। ঠিক তেমনি বীরভূমের ইলামবাজারে দুর্গোৎসব যেন ঐতিহ্য থিম আর সমাজসচেতনতার মেলবন্ধন। একদিকে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। অন্যদিকে নতুন প্রজন্মের ভাবনায় শৈল্পিক থিমের আয়োজন।
মা দুর্গা
মা দুর্গা
advertisement

ব্রাহ্মণপাড়ার বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গোৎসব আজও ইতিহাসের সাক্ষী। ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া এই আদি পুজো আজও সমান মহিমায় পালিত হয়। মূলত ইলামবাজার ব্লকে পরিবারিক ও বারোয়ারি মিলিয়ে প্রায় ১৫০-টিরও বেশি পুজো হয়ে থাকে। এরমধ্যে সরকারি অনুমোদন প্রাপ্ত মোট ৮৩টি পুজো কমিটি।

প্রত্যেকবার এর মতন এবারেও বিভিন্ন পুজো কমিটি তাদের ভিন্ন স্বাদের থিম পরিকল্পনা নিয়ে আগত দর্শনার্থীদের মন কাড়তে চলেছেন। ইতিমধ্যেই একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। একইসঙ্গে জয়দেব-কেন্দুলীর পদ্মাবতীর স্মৃতি অন্যদিকে ঐতিহ্যের চালচিত্রে বন্দেমাতরম রূপে দেশমাতৃকা উমাকে পুজো করার ভাবনাও আজও নজর কেড়েছে।

advertisement

এছাড়াও নারী শক্তির বার্তা নেলেগড় মহিলা সমিতির এবারের ভাবনা পরিবেশ পরিচ্ছন্নতা ও নারী সুরক্ষা। পুজো কমিটির সম্পাদক সাধনা মুখোপাধ্যায় বলেন, “নারী সুরক্ষা বিশেষভাবে প্রাধান্য দিয়েই দুর্গাপুজোয় থিম পরিকল্পনা নেওয়া হয়েছে।”

View More

নীলডাঙা মিলন সংঘের মণ্ডপ গুহা-পাহাড়, জীবজন্তু ও শিব-পর্বতীর থিমে সাজছে। অন্যদিকে নেতাজি কলোনি কিশোর সংঘ তাদের ৩৮তম বর্ষে পরিবেশ রক্ষার বার্তাকে প্রাধান্য দিয়েছে। সুভাষ সংঘ ও কামারপাড়া ছন্নছাড়া দুর্গোৎসব কমিটি এবারে সাবেকি প্রতিমাকেই গুরুত্ব দিয়েছে। বারুইপুর জাগৃতি সংঘ ‘বাংলা কৃষ্টি, আমাদের সৃষ্টি’ থিমে পটচিত্র ও খড়ের কাজে চলছে। আদিবাসী সংস্কৃতির ছোঁয়া ইলামবাজার বাসস্ট্যান্ড।

advertisement

আরও পড়ুন- ”দাদা আর ইডেন আমার হৃদয়ে থাকবে চিরকাল…’ পুজোর কলকাতায় হাজির হরভজন

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

দুর্গোৎসব কমিটির পুজোয়। সব মিলিয়ে ইলামবাজার জুড়ে দুর্গোৎসব যেন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য আর সমাজসচেতনতার এক অনন্য মেলবন্ধন। তাই আপনি চাইলে আপনিও ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বীরভূমের ইলামবাজার জুড়ে দুর্গা পুজোর থিমের রমরমা, ঐতিহ্যের সঙ্গে মিশছে আধুনিকতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল