মহাষষ্ঠীর দিনে এবং রাতে ভিড় থাকবে চোখে পড়ার মত। বাঁকুড়ার জঙ্গলমহলের রাইপুর ব্লকের ফুলকুসমা বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির থিম ‘শৈশবে ফিরে আসা’ এবারের নবম বর্ষের পুজো। বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। শিশুদের কথা ভেবে ও তাদের বিনোদনের জন্য এই থিম।
advertisement
থিমের মধ্যে রয়েছে বাহারি আলোকসজ্জা সহ বিভিন্ন রংবেরঙের ছোট বড় ব্যাঙের ছাতা থেকে রঙিন প্রজাপতি, হরিণ, সাপ প্রভৃতি। এক কথায় বাচ্চাদের ভাল লাগার রয়েছে সমস্ত রকম উপকরণ। পুজোর দিনগুলোতে মন্ডপ চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের থাকছে। জঙ্গলমহলের শিশুরা, বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুরা বঞ্চিত হন বহু সুযোগ সুবিধা থেকে।
সরকারি সহায়তা বাদ দিলেও একটি শিশু মনে যে আকাঙ্ক্ষা ইচ্ছে এবং খেলাধুলার স্পৃহা থাকে, সেটি পূরণ হয় না অর্থের অভাবে। তাদের কথা ভেবেই, দুর্গাপুজোতেও দারুণ থিম যাতে শিশুরা একটু আনন্দ উপভোগ করতে পারে।
নীলাঞ্জন ব্যানার্জী





