Bollywood Actress Yami Gautam: স্বামীর পর এবার বাবা পেলেন জাতীয় পুরস্কার! বলিউড অভিনেত্রীর চোখে জল, আনন্দে আত্মহারা
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
National Awards: পঞ্জাবি ফিচার ফিল্ম ‘বাঘি দি ধি’-এর জন্য পুরস্কার জিতেছেন মুকেশ গৌতম। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
নয়াদিল্লি: ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন বাবা মুকেশ গৌতম। মেয়ে অভিনেত্রী ইয়ামি গৌতমের আনন্দের সীমা নেই। রাষ্ট্রপতির হাত থেকে বাবার পুরস্কার নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ‘ভিকি ডোনার’ খ্যাত অভিনেত্রী লিখলেন, “বাবা, তোমার মেয়ে হতে পেরে গর্বিত।’’
পঞ্জাবি ফিচার ফিল্ম ‘বাঘি দি ধি’-এর জন্য পুরস্কার জিতেছেন মুকেশ গৌতম। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মেয়ে ইয়ামি বাড়িতে বসে টিভিতেদেখেনসেই দৃশ্য। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ইয়ামি লিখেছেন, “আমার বাবার মুকেশ গৌতম পঞ্জাবি ফিচার ফিল্ম ‘বাঘি দি ধি’-এর পরিচালক হিসাবে প্রথমবার জাতীয় পুরস্কার পেলেন। আমার জন্য আবেগঘন মুহূর্ত। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। তাঁর মেয়ে হতে পেরে আমি গর্বিত।’’
ছবির জগতে বাবা মুকেশ গৌতমের যাত্রাপথও তুলে ধরেন মেয়ে ইয়ামি। লেখেন, “পরিচালক থেকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের এই যাত্রাপথ মোটেই সহজ ছিল না। তবে কাজের প্রতি তাঁর ধারাবাহিক আবেগ এবং নৈতিক সততা দিয়ে তিনি এই পুরস্কার জিতে নিয়েছেন। বাবা, আমাদের পুরো পরিবার আপনার জন্য গর্বিত।“ মুকেশের টিমের রবীন্দ্র নারায়ণ এবং জসরাজ সিং ভাট্টিকেও অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী।
advertisement
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার জাতীয় পুরস্কার জয়ের অনুভূতি ভাগ করে নিয়েছেন মুকেশ। সীমিত সংস্থান ও বাজেটের সীমাবদ্ধতা নিয়েও কীভাবে তিনি কাজ করে চলেছেন সেই নিয়েও খোলাখুলি কথা বলেছেন। প্রসঙ্গত, মুকেশ গৌতম ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন মিঠুন চক্রবর্তী, মানসী পারেখ, ঋষভ শেঠি, সতীশ কৃষ্ণান, প্রীতমের মতো তারকা অভিনেতা, সঙ্গীত পরিচালকরা।
advertisement
এদিকে বড় পর্দা এবং অটিটিতে চুটিয়ে অভিনয় করছেন ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’-তে তাঁকে শেষ দেখা গিয়েছে। পলিটিক্যাল অ্যাকশন থ্রিলারের মুখ্য ভূমিকায় ছিলেন তিনিই। অন্যান্য চরিত্রে অভিনয় রয়েছেন প্রিয়ামণি, কিরণ কর্মকার, ইরাবতী হার্সে, অরুণ গোভিল, রাজেন্দ্রনাথ জুৎসি, দিব্যা শেঠ, রাজ অর্জুন, মোহন আগাসে প্রমুখ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2024 4:20 PM IST