তবে এই দুর্গাপুজো বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজ্য ছাড়িয়েও বিদেশেও হয়ে থাকলেও শুধুমাত্র বীরভূমের এই জায়গাতেই হয় না মা দুর্গার আরাধনা! তবে কী কারণে এই জায়গায় হয় না মা দুর্গার আরাধনা! আর আপনার মনে এটাও প্রশ্ন জাগতে পারে তাহলে বীরভূমের এই জায়গাটি কোনটি?
এই জায়গায় আসতে গেলে আপনি হাওড়া, শিয়ালদা, অথবা কলকাতা স্টেশন থেকে যে কোনও ট্রেন ধরে পৌঁছতে পারেন সোজা রামপুরহাট রেলস্টেশন। সেখান থেকে আপনি টোটো অথবা অটো ধরে পৌঁছে যেতে পারেন সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে। আর এই তারাপীঠ চত্বরজুড়েই কোথাও কোনও দুর্গাপুজোর আড়ম্বর নেই।
advertisement
আরও পড়ুন : নতুন প্রজন্মের হাতেই রূপ পাচ্ছেন মৃন্ময়ী, আশার আলো প্রবীণ মৃৎশিল্পীদের চোখে
তবে কেন নেই এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গুরুশরণ বন্দ্যোপাধ্যায় জানান ‘‘তারাপীঠ মূলত সিদ্ধপীঠ হিসেবে পরিচিত। আর এই তারাপীঠের আদি দেবী মা তারা। মা তারাকে কখনও লক্ষ্মী, কখনও কালী, কখনও সরস্বতী, আবার কখনও দুর্গাপুজোর সময় দুর্গা রূপে পূজিত করা হয়ে থাকে। ঠিক সেই মতো প্রত্যেক বছর এই দুর্গাপুজোর চারদিন অর্থাৎ সপ্তমী,অষ্টমী, নবমী, দশমী, মা তারাকে মা দুর্গা রূপে রাজেশ্বরী বেশে সাজিয়ে পুজো করা হয়।