TRENDING:

Durga Puja Fashion 2024: বালুচুরী-মসলিনকে কড়া টক্কর, এবার পুজোর বাজার কাঁপাচ্ছে 'রিভার্স কাঁথা শাড়ি', কোথায় পাবেন?

Last Updated:

Durga Puja Fashion 2024: বিষ্ণুপুরের বালুচরী দেখেছেন। দেখেছেন রাজগ্রামের তাঁত। এবার পুজো আসছে, পুজোর আগে স্পেশাল শাড়ি রিভার্স কাঁথা স্টিচ। মজুরির উপর দাম নির্ভর করে। সর্বনিম্ন ৩০০০ টাকা থেকে শুরু এই শাড়ির দাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বিষ্ণুপুরের বালুচরী দেখেছেন। দেখেছেন রাজগ্রামের তাঁত। এবার পুজো আসছে, পুজোর আগে স্পেশাল শাড়ি রিভার্স কাঁথা স্টিচ। নামের সঙ্গে রিভার্স যে শব্দটি রয়েছে তার বিশেষ একটি ব্যাখ্যা রয়েছে। এই শাড়ি তৈরি করতে সময় লাগে একমাস দু’মাস কখনও আবার তিন মাস। সম্পূর্ণ হাতে তৈরি হয় এই শাড়ি, ব্যবহার করা হয় না কোনও ধরনের আধুনিক প্রযুক্তি। হাতের ছোঁয়া, শৈল্পিক ভালবাসা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে ফুটে ওঠে, অসাধারণ চিত্র। কি তোর সইছে না নিশ্চয়ই? বাঁকুড়ার দুর্গাপুজোর ট্রেন্ডিং শাড়ি রিভার্স কাঁথা স্টিচ, তৈরি হচ্ছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে। এই শাড়ি তৈরি করছেন কাবেরী ব্যানার্জি, সহযোগিতা করছেন স্বনির্ভরতার পথে অগ্রসর একাধিক যুবতী এবং মহিলারা।
advertisement

আচ্ছা নামটা কেন রিভার্স? এ প্রশ্নের উত্তর দিতে হলে একটি গল্প বলতে হবে। ধরুন আপনি একটি ছবি এঁকেছেন সাদা পাতার উপরে ফুল। পেন্সিল দিয়ে স্কেচ করার পর ফুলটিকে রং না করে ফুলটি বাদ দিয়ে সাদা পাতার অংশটি আপনি রং করছেন। রিভার্স কাঁথা স্টিচও ঠিক তাই। কাপড়ের ওপর একজন চিত্রশিল্পী বিভিন্ন ধরনের নকশা অঙ্কন করেন। তারপর সেই নকশা ধরে নকশার ভিতরটি বাদ দিয়ে স্টিচ করা হয় বাইরের বেশিরভাগ অংশ। যার জন্য সময় লাগে বিপুল। একটি শাড়ির স্টিচ করতে সময় লাগতে পারে এক থেকে তিন মাস। নির্ভর করছে ঠিক কতজন সেলাই করছেন তার ওপর।

advertisement

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

সেলাই বিশেষজ্ঞ মাস্টার ট্রেনার কাবেরী ব্যানার্জি বলেন, “এই মুহূর্তে আমি এখন কুড়িজন মহিলাকে শেখাচ্ছি, তারাই রিভার্স কাঁথা স্টিচের কাজ করে থাকেন। মজুরির উপর দাম নির্ভর করে। সর্বনিম্ন ৩০০০ টাকা থেকে শুরু এই শাড়ির দাম।”রিভার্স কাঁথার শাড়ি বাদ দিয়েও কাবেরী বন্দ্যোপাধ্যায় তৈরি করছেন মেয়েদের কুর্তি থেকে শুরু করে অন্যান্য পোশাক। বিভিন্ন ধরনের সরকারি মেলাগুলিতে কাবেরী বন্দ্যোপাধ্যায় এই প্রোডাক্ট গুলি বিক্রি করেন। তবে চাহিদা থাকা সত্ত্বেও যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তার পক্ষে। শাড়ি গুলি সেলাই করার মহিলাদের সংখ্যা দিন দিন কমতে থাকছে। যদিও মেয়েদেরকে স্বনির্ভরতার পথ দেখানোর ইচ্ছা থেকেই এমন কাজ শুরু করেন তিনি।

advertisement

View More

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

ইতিমধ্যেই এসেছে ৪০ হাজার টাকার একটি অর্ডার। নতুনত্ব শাড়ি বিক্রি করে স্বনির্ভরতার পথ দেখছে বাঁকুড়ার মহিলারা। শিল্প ইতিহাস এবং ঐতিহ্যের কারণে বিখ্যাত বাঁকুড়া এবং বিষ্ণুপুর। বাঁকুড়া বিষ্ণুপুর এর শাড়ি মানুষের বিশেষ পছন্দ। কিন্তু আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে নিত্য নতুন নতুনত্ব ঘরানার শাড়ি তৈরি হচ্ছে জেলা জুড়ে। রিভার্স কাঁথা স্টিচ তার মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছে।

advertisement

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja Fashion 2024: বালুচুরী-মসলিনকে কড়া টক্কর, এবার পুজোর বাজার কাঁপাচ্ছে 'রিভার্স কাঁথা শাড়ি', কোথায় পাবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল