পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পুরুষদের পাশাপাশি মহিলাদেরও স্বনির্ভর করতে বিশেষভাবে উদ্যোগী। মহিলাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারি নানা কর্মকাণ্ডে তাদের শামিল করা, গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে হাতে বানানো জিনিস তৈরিতে উদ্যোগী হয়েছেন সরকার। সরকারি বিভিন্ন কর্মকাণ্ডে যেমন স্কুলের পোশাক বা গ্রামীণ সম্পদ কর্মীদের পোশাক তৈরির দায়িত্ব সরকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে দিয়েছেন। মহিলাদের বিভিন্ন কাজে সামিল করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা হচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ইতিমধ্যেই সরকারি উদ্যোগে ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্বর্নিভর গোষ্ঠীর মহিলারা জানান, “দশ জন মহিলাকে নিয়ে একটি দল তৈরি করা হয়েছে। আমরা যে অলঙ্কার তৈরি করি তা বর্তমান প্রজন্মের মেয়েদের চাহিদা অনুযায়ী। গয়নার নতুন ধরনের নকশা শেখায় আমরা জোর দেব।” পাশাপাশি সামনের দুর্গাপুজোতে বিভিন্ন রকমের অলঙ্কার তৈরি করা চলছে জোর কদমে। খড়গ্রাম গ্রামীণ এলাকায় মহিলারা এই গহনা তৈরির উপর জোর দিয়েছেন। ফলে আর্থিক লাভবান হচ্ছেন স্বর্নিভর গোষ্ঠীর মহিলারাও। দুর্গাপুজো আসতেই অধিক লাভের আশায় এখন স্বর্নিভর গোষ্ঠীর মহিলারা।