হাতে 'জাদু' আছে! ফেলে দেওয়া জিনিস দিয়েই চমৎকার শিল্পকলা, চালাচ্ছেন বিনা পয়সার প্রশিক্ষণ কেন্দ্রও, জানেন কে তিনি?

Last Updated:

পরিবেশবান্ধব ছোট দুর্গাপ্রতিমা থেকে মিনি আর্ট সবকিছুতেই নজর কাড়ছেন নামখানার যুবক সায়ন মিদ্যা। এলাকার ৬০ থেকে ৭০ জন কচিকাচাকে নিয়ে তিনি একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন।

+
সায়নের

সায়নের তৈরি দুর্গা মূর্তি

নামখানা, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: পরিবেশবান্ধব ছোট দুর্গাপ্রতিমা থেকে মিনি আর্ট সব কিছুতেই নজর কাড়ছেন নামখানার যুবক সায়ন মিদ্যা। তিনি সবসময় নতুন কিছু করার চিন্তাভাবনা করেন। বর্তমানে এলাকার ৬০ থেকে ৭০ জনকে নিয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন তিনি।
আগেও পড়ে থাকা কাগজ জুড়ে কিংবা অন্যান্য ফেলে দেওয়া সামগ্রী দিয়ে মডেল তৈরি করা, ছবি আঁকার কাজ করেছেন তিনি। বরাবরই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলেন সায়ন।
আরও পড়ুনঃ ফেলে দেওয়া নারকেলের খোলা, গাছের ডাল কুড়িয়ে চলছে সংসার! বাঁকুড়ার এই শিল্পীর প্রতিভা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, দেখুন ঝলক
বর্তমানে এলাকার কচিকাঁচাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেন সায়ন। সায়ন চান, তাঁর এই শিল্পকলা দেশ-বিদেশে ছড়িয়ে পড়ুক। সায়নের এই সাফল্যে খুশি স্থানীয় বাসিন্দারাও। ছোট থেকেই সায়নের বাবা-মা ছেলের এই কাজে বাধা দেয়নি। ছোটবেলা থেকেই মাটি দিয়ে বিভিন্ন ধরণের ঠাকুরের মূর্তি গড়ে নজর কাড়তেন। পরে ফ্যাশন ডিজাইনিং কোর্স করে চাকরিও পেয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভাড়ার জেরক্সের দোকান থেকে লাখ টাকার ব্যবসা! কীভাবে সম্ভব করলেন দুই ভাই? অবাক পাড়াপড়শি
কিন্তু সেসব ছেড়ে এসে এখন গ্রামে কিশোর-কিশোরীদের নিয়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন। সেখানেই তৈরি করছেন পরিবেশ বান্ধব একাধিক মডেল। সম্প্রতি ফেলে দেওয়া কাঠের চামচ ও দেশলাই কাঠি দিয়ে দুর্গাপ্রতিমা গড়ে নজর কেড়েছে সায়ন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দারাও সায়নের এই কাজের খুবই প্রশংসা করেছে। এত অল্প বয়সে সকলকে নতুন কিছু করার জন্য যে অনুপ্রাণিত করছেন তিনি তাতেই খুশি স্থানীয়রা। আগামী দিনে সায়ন আরও ভাল কাজ করুক সেটাই চান তাঁরা। এই কাজ নিয়ে খুশি সায়নও। তিনি জানিয়েছেন, সবসময় এই কাজ নিয়েই পড়ে থাকতে চান তিনি। চাকরি ছেড়ে এসে গ্রামে এই কাজ করছেন তিনি। এতেই তাঁর আনন্দ বলে জানিয়েছেন সায়ন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতে 'জাদু' আছে! ফেলে দেওয়া জিনিস দিয়েই চমৎকার শিল্পকলা, চালাচ্ছেন বিনা পয়সার প্রশিক্ষণ কেন্দ্রও, জানেন কে তিনি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement