ফেলে দেওয়া নারকেলের খোলা, গাছের ডাল কুড়িয়ে চলছে সংসার! বাঁকুড়ার এই শিল্পীর প্রতিভা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, দেখুন ঝলক

Last Updated:

দুই থেকে তিন দিনের পরিশ্রমে প্রশান্তবাবুর নিপুণ সূক্ষ্ম হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বাড়ি সাজানোর বিভিন্ন জিনিস। দেখে আসুন নিজের চোখেই।

+
নারকেলের

নারকেলের খোলা দিয়ে তৈরি নানান জিনিস

বিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: ফেলে দেওয়া জিনিস দিয়ে যা করছেন এই ব্যক্তি, দেখলে চমকে যাবেন আপনিও! গাছতলা থেকে কুড়িয়ে আনা জিনিসকে সুন্দর রূপ দিচ্ছেন তিনি। আবার কিছু জিনিস বানানোর জন্য তাঁকে অপেক্ষা করতে হচ্ছে পৌষ সংক্রান্তির জন্য! বাঁকুড়ার এই ব্যক্তি বাড়িতে বসে যা করছেন, তাঁর কাজ দেখে হতবাক এলাকার মানুষজন! এই ব্যক্তির হাত দিয়ে তৈরি হচ্ছে ইঁন্দুর, বাঁন্দর, হাতি-সহ বিভিন্ন রকমের জিনিস ।
আরও পড়ুনঃ বোতলবন্দি করেছেন বিরাট, সচিন, সৌরভকে! কীভাবে এমন সম্ভব? বাঁকুড়ার এই ব্যক্তি আসলে শিল্পী নাকি ‘জাদুকর’!
বাঁকুড়ার বেলিয়াতোড়ের কৈলাসতলার বাসিন্দা ৪২ বছরের প্রশান্ত লোহার নিজের বাড়িতে বসে ফেলে দেওয়া নারিকেলের খোলা, গাছের ডালপালা, বাঁশ, বাদামের খোসা দিয়ে বানাচ্ছেন বিভিন্ন রকমের মূর্তি, পুতুল, শোপিস, ফুলদানি-সহ ঘর সাজানোর হরেক জিনিস। এসব দেখলে আপনিও অবাক হবেন! সকাল সন্ধ্যা এই কাজ নিয়েই ব্যস্ত তিনি। সংগ্রহ করে আনা নারকেলের খোলা নিয়ে প্রশান্ত বাবুর সারাদিনের ভাবনা চিন্তায় তৈরি হচ্ছে বিভিন্ন রকমের কারুকার্য!
advertisement
আরও পড়ুনঃ চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি! আবাস যোজনার তালিকায় থেকেও জোটেনি পাকা দেওয়াল, শাসক-বিরোধীর দায় ঠেলাঠেলি
জানলে আশ্চর্য হবেন, প্রশান্তবাবু এই কাজের জন্য কোনও মেশিন ব্যবহার করেন না। ছোট ছোট দুই থেকে তিনটি যন্ত্রপাতি দিয়েই তিনি এই কাজ করেন। গাছ থেকে পড়া শুকনো নারকেল সংগ্রহ করেন, এছাড়াও পৌষ সংক্রান্তির সময় নারকেল খোলা সংগ্রহ করে চালান শিল্প কর্ম। মূলত পৌষ সংক্রান্তির অপেক্ষা করেন সারা বছর। কারণ তখনই সবার বাড়িতে নারকেলের ব্যবহার হয় পিঠে বানানোর জন্য। সেই নারকেল খোলা বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনদের বাড়ি থেকে তিনি সংগ্রহ করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শিল্পী প্রশান্ত লোহার বিগত ছয় বছর ধরে নারকেল খোলা দিয়ে বিভিন্ন রকমের পুতুল, ফুলদানি-সহ বিভিন্ন রকমের জিনিস বানাচ্ছেন। এক সময় মাটির পুতুল গড়তে গড়তে হঠাৎ তাঁর মাথায় চিন্তা আছে, যদি ফেলে দেওয়া নারকেলের খোলা দিয়ে কিছু বানানো যায় তাহলে বিষয়টা কেমন হয়! সেই থেকে তিনি এই কাজ করে আসছেন। এই কাজের চাহিদা থাকলেও একার পক্ষে এত জিনিস বানানো সম্ভব হচ্ছে না এখন। তার থেকেও বড় কথা, তিনি কোন মেশিন ব্যবহার করেন না।
advertisement
নারকেলের তৈরি ইঁন্দুর, বানর, হাতি, ফুলদানি এই সমস্ত জিনিস নিতে হলে আপনাকে যেতে হবে বেলিয়াতোড়। প্রশান্তবাবু জেলার বিভিন্ন মেলাতে গিয়েও নারকেলের খোলার তৈরি জিনিসপত্র বিক্রি করেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফেলে দেওয়া নারকেলের খোলা, গাছের ডাল কুড়িয়ে চলছে সংসার! বাঁকুড়ার এই শিল্পীর প্রতিভা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, দেখুন ঝলক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement